মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারী) সকালে মিরপুর পৌর ০৪নং ওয়ার্ডের সাইফুল ইসলামের বাসভবন প্রাঙ্গনে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মিরপুর ভেড়ামারার দায়িত্বপ্রাপ্ত নেত্রী ও অবিভক্ত ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারন সম্পাদক ফরিদা ইয়াসমিন। এ সময় দুস্ত ও অসহায় শতাধিক নারী ও পুরুষের শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন – আমি খালেদা জিয়া ও তারেক রহমানের কর্মী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে আমি এখানে শীতবস্ত্র বিতরণ করতে এসেছি।গণতন্ত্রের মা ও আমার নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ।উন্নত চিকিৎসার জন্য তিনি এখন লন্ডন আছেন।তার সুস্থতার জন্য আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন,যাতে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাথে নিয়ে দেশে ফিরে এসে দেশের জন্য কাজ করতে পারেন সেই দোয়া করবেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড.বকুল আলী,পৌর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন,বিএনপি নেতা খন্দকার সাইফুল ইসলাম,তহিরুল মল্লিক,জাকির মল্লিক,সোহেল রানা, পৌর ছাত্রদল সদস্য খন্দকার সৈকত প্রমুখ।
Leave a Reply