1. nannunews7@gmail.com : admin :
February 5, 2025, 2:03 pm

ভেড়ামারায় পুলিশ পরিচয়ে ছিনতাইকালে অস্ত্রসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক

  • প্রকাশিত সময় Saturday, January 18, 2025
  • 12 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পুলিশ পরিচয়ে ছিনতাই করার সময় সাবেক অস্ত্রসহ সাবেক ছাত্রলীগ নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরের দিকে ধরমপুর ইউনিয়নের হাওয়াখালী মাঠে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ধারালো চাকু উদ্ধার করা হয়। আটক দুইজন হলেন— দৌলতপুর উপজেলার বাহির মাদী সরকারপাড়া গ্রামের গোলাম নবীর ছেলে রজব সরকার এবং একই এলাকার ফজলুল হকের ছেলে দুর্জয় আলী। রজব মথুরাপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বলে জানা গেছে। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, চোরাচালানসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম। পুলিশ সূত্রে জানা যায়, আটক রজব ও দুর্জয় বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে গাড়ি তল্লাশিসহ বিভিন্ন অপকর্ম এবং পথ চলতি মানুষদের অস্ত্র দেখিয়ে টাকা ছিনতাই করতেন। এরই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরের দিকে ভেড়ামারা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, হাওয়াখালী মাঠে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640