1. nannunews7@gmail.com : admin :
February 5, 2025, 10:51 am

আমি চোখের পানি ধওে রাখতে পারিনি : শবনম ফারিয়া

  • প্রকাশিত সময় Saturday, January 18, 2025
  • 10 বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক ॥ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া নাটক ও টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান। এরপর তিনি অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় পদার্পণ করেন। যে ছবিতে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। অভিনয়ের পাশাপাশি তিনি নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন।
সম্প্রতি শবনম ফারিয়া পরিবারের সঙ্গে তোলা একটি পুরোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। সেই ছবির ক্যাপশনে বাবাকে নিয়ে একটি আবেগঘন কথা লিখেছেন। যেখানে তিনি উল্লেখ করেছেন— হলিউড সিনেমা লায়ন কিং দেখার সময় বাবাকে নিয়ে এক উক্তি— যখন বলে ঠিক, সেই সময় অভিনেত্রী তার চোখের পানি ধরে রাখতে পারেননি।
শবনম ফারিয়া তার পোস্টে লিখেছেন—সেদিন স্বস্তিকা চ্যাটার্জির একটি পোস্ট পড়ছিলাম। একটা কথা মনে গিয়ে বিঁধল, কথাটা খানিকটা এমন— জীবনটা দুই রকমের । বাবা থাকতে একটি, বাবা না থাকতে আরেকটি।
অভিনেত্রী আরও লিখেছেন—কখনো কি মনে হয়, এমন একটা জীবন থাকতে পারে, যেখানে বাবা নেই, কিন্তু সব জায়গায় তার অস্তিত্ব— এমনকি নিজের মধ্যেও। লায়ন কিং সিনেমায় যখন সিম্বাকে বলে — ুড়ঁ’ৎব ঃযব ৎবভষবপঃরড়হ ড়ভ ুড়ঁৎ ভধঃযবৎ, আমি চোখের পানি ধরে রাখতে পারিনি।
ফেসবুক মেমোরিতে সময় সময়ে ছবি আসে বাবার, কয়েক সেকেন্ডের জন্য ভুলে যাই বাবা নেই, ওই সময়টায় ফিরে যাই। তিনি বলেন, মাঝে মাঝে বাবা স্বপ্নে আসেন, বাবার সঙ্গে কথা হয়, কিন্তু ঘুম ভাঙলে মনে থাকে না বাবা কি বলে। কিন্তু তাও ভালো লাগে— বাবা আসে তাই। ওই নেনো সেকেন্ডই বাবাকে বাবা ডাকার সাধ একটু মনে হয় মেটে বলে জানান অভিনেত্রী।

মেকআপ ছাড়াই সুন্দর দেখানোর
উপায় জানালেন জাহ্নবী
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ব্যস্ততার শেষ নেই তার। এক দিনেই যেতে হয় বিভিন্ন অনুষ্ঠানে। এ জন্যই তো চেহারায় সজীবতা ও উজ্জ্বল রাখতে হয় তার। তবে, বেশি মেকআপ করার পক্ষে নন এই অভিনেত্রী।
মেকআপ ছাড়াই কীভাবে সজীবতা ও ত্বকে উজ্জ্বলতা রাখতে হবে সেই বার্তাই দিয়েছেন জাহ্নবী। তিনটি ধাপের কথা বলেছেন তিনি। যেখানে রয়েছে তার প্রয়াত মা বিখ্যাত অভিনেত্রী শ্রীদেবীর পরামর্শের কথাও।
সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউবের খুশ মাগ নামের একটি চ্যানেলে জাহ্নবী ত্বকের যতেœর গোপন খবরের কথা জানিয়েছেন। ওই ভিডিওতে তিনি জানান, ত্বকে ক্লান্তির চাপ এলে তিনি একটি রুটিন ফলো করেন। ক্লান্ত থাকা অবস্থায়ও তাকে কোনো মিটিংয়ে যোগ দিতে হলে তিনি মেকআপ করেন না। এর পরিবর্তে তিনি তিনটি ধাপের একটি রুটিন অনুসরণ করেন। যা তাকে কে সতেজ ও উজ্জ্বল দেখায়।
ত্বকের জন্য জাহ্নবীর নিজের তৈরি স্কিনকেয়ার সিক্রেটে যা আছে-
১. ফ্যাসিয়াল স্টিমিং
নিজেকে সতেজ রাখতে নিজের ত্বকে স্টিমিং করেন জাহ্নবী। এ জন্য প্রথমে তিনি এক গামলা পানি নেন। পরবর্তীতে তোয়ালে দিয়ে সেই গামলার ওপরে নিজের মুখম-ল ঢেকে রাখেন তিন মিনিটের মতো। স্টিমিংয়ের আগে নরমাল পানি দিয়ে নিজের মুখ পরিষ্কার করে নেন শ্রীদেবীকন্যা। এমনটা করতে তিনি কোনো কসমেটিকসের ব্যবহার করেন না।
২. হাইড্রেটিং মাস্ক
এই ধাপের জন্য তিনি কয়েক চামচ দই একটি গামলায় রাখেন। পরে সেই দইয়ে মধু ও মৌসুমি ফল মেশান। এরপর সেই উপাদানগুলো নিজের মুখে মাখেন। এই উপাদানগুলো ত্বকের মরা কোষগুলো তুলে ফেলে বলে দাবি করেন জাহ্নবী। দই, মধু ও ফলের সংমিশ্রণটি তুলে ত্বকে কমলার রস মাখেন তিনি।
৩. আমন্ড অয়েল
নিজের ত্বককে সতেজ রাখতে আমন্ড (কাঠবাদাম) অয়েল ব্যবহারের কথা জানিয়েছেন জাহ্নবী। নিজের চোখের নিচে এই তেল ব্যবহার করেন তিনি।
জাহ্নবী জানান, ঘরে ত্বকের যতেœ তিনি যা যা করেন তার ৫০ শতাংশ তিনি জেনেছেন তার মায়ের থেকে। শ্রীদেবী তাকে দই ও মধুর কথা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640