কাগজ প্রতিবেদক ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে গড়াই পরিবহনের হেলপার-ড্রাইভার ও শ্রমিক ইউনিয়নের লোকজনের বির“দ্ধে। বুধবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত গড়াই পরিবহনের ছয়টি বাস আটকে রাখে শিক্ষার্থীরা।ভুক্তভোগী শিক্ষার্থী আসিফ মাহমুদ বলেন, বেলা ১১টার দিকে স্ত্রীকে নিয়ে ঝিনাইদহ থেকে যশোরের উদ্দেশ্যে গড়াই পরিবহনের বাসে উঠি। এক পর্যায়ে ড্রাইভার গাড়ি দ্র“ত চালালে আসিফ গাড়ির গতি কমাতে বলেন। তখন বিষয়টি নিয়ে ড্রাইভার-হেলপারদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এর জের ধরে বাসটি ঝিনাইদহের কালীগঞ্জ এলাকায় পৌঁছালে আসিফকে গাড়ি থেকে নামিয়ে ড্রাইভার-হেলপার ওকালীগঞ্জ শ্রমিক ইউনিয়নের লোকজন মারধর করে।ক্যাম্পাসে ফিরে বিষয়টি অন্য শিক্ষার্থীদের জানালে তারা বিকেল সাড়ে ৩টায় প্রধান ফটকের সামনে অব¯’ান নিয়ে বাস আটকাতে শুর“ করে। বাস কর্তৃপক্ষ মারধরের সঙ্গে জড়িত ড্রাইভার-হেলপার ও শ্রমিক ইউনিয়নের লোকজন ক্যাম্পাসে এসে বিষয়টি সমাধানের পর বাসগুলো ছাড়া হবে বলে জানিয়েছেন তারা।শিক্ষার্থীরা বলেন, বাসের লোকজন বরাবর শিক্ষার্থীদের সঙ্গে বাজে আচরণ করে। শিক্ষার্থীদের ভাড়া হাফ পাশ থাকলেও তারা ভাড়া কম নিতে চান না। উল্টো আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে। আজকেও তারা এক শিক্ষার্থীকে মারধর করেছে। আমরা এসব সমস্যার ¯’ায়ী সমাধান না পাওয়া পর্যন্ত বাসগুলো ছাড়বো না।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বাসমালিক ও শ্রমিক ইউনিয়নের সঙ্গে কথা হয়েছে। তারা আমাদের সঙ্গে আলোচনায় বসবে। আশা করছি দ্র“ত একটা সমাধান হবে।
Leave a Reply