ওলি ইসলাম ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় র্যাবের অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ী মোওলা ইসলাম(২৫) ও আজমত আলীকে (৩৫) আটক। গতকাল ১৪ জানুয়ারী মঙ্গলবার ভেড়ামারা থানাধীন লালনশাহ সেতুর টোল প্লাজার ৫০ গজ সামনের সেতু সংযোগ সড?কের পাকা সড়কের উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে সকাল ০৯.৪০ মিনিটে অভিযান চালিয়ে এই ফেনসিডিল ও আসামিদের গ্রেফতার করা হয়। কুষ্টিয়া র্যাবের কোম্পানি কমান্ডারের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্তুজার নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ও র্যাব সদর দপ্তরের সহযোগিতায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে সেখান থেকে ১০০ বোতল ফেনসিডিল, ১ টি সিএনজি, ২টি মোবাইল, ৪টি মোবাইল সিম, ১টি প্লাস্টিকের ক্যারেট, ৫টি চামচ, ১৩ টি প্লেট, এবং ৩টি গামছা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। এ সময় দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারগার মোড? এলাকার মোঃ ভূগোল প্রামানিকের ছেলে মাওলা ইসলাম ও সিরাজনগর এলাকার বাসিন্দা উজির মালিথার ছেলে আজমত আলীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এই বিষয়ে ভেড়ামারা থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply