কুষ্টিয়া দৌলতপুরে চল্লিশ পাড়া ভারত সীমান্তে দীর্ঘ ৪৯ বছর পর বিপুল পরিমান জমি উদ্ধার
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া বিজিবি সেকটর কমান্ডার কর্ণেল মারুফুল আরেফিন বলেছেন, আগে সকল বিষয়কে বাদ দিয়ে বর্তমানে ভারত বাংলাদেশের মধ্যে সৌহাদ্রপুর্ণ সম্পর্ক উন্নয়নে বর্ডার গার্ডস ব্যাটালিয়ন (বিজিবি) কাজ করে যাচ্ছে। তিনি বলেন, পুর্বে ই›িরা-মুজিব চুক্তি এবং আন্তজার্তিক বিধি অনুযায়ী কুষ্টিয়া সীমান্তে পদ্মা নদীর শাখার শুকিয়ে যাওয়া অংশে বাংলাদেশের বিপুল পরিমান এবং ভারতের বেশ কিছু জমি যার যার অংশে বুজিয়ে দেয়ার প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে। আমরা আশা করি আগামী ১৯ জানুয়ারী দুই দেশের মধ্যে কমান্ডার পর্যায়ে বৈঠক এবং উচ্চ পর্যায়ের পরিমাপ শেষে স্থায়ী সীমানা পিলার স্থাপনের কাজ শেষ করা হবে।
গতকাল কুষ্টিয়া দৌলতপুর ভারত সীমান্তে চল্লিশ পাড়া পদ্মার শাখা নদীর অংশে উদ্ধার হওয়া জমিতে ডিমার্গেশন শেষে সাদা পতাকা উত্তোলন এবং পিলার প্রতিস্থাপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কর্ণেল মারুফুল আরেফিন দু দেশের মধ্যে পুর্বের সম্পর্কের সাথে যুক্ত করে বলেন, সীমান্তে এক ইঞ্চিও ছাড় নয় বতমান সরকারের এই নীতিকে সামনে রেখে বর্ডার গার্ডস ব্যাটালিয়ন (বিজিবি) দু দেশের সকল শ্রেনীর মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ, সীমান্ত এলাকায় কৃষিজ, জলজ মাছসহ নানা অর্থনৈতিক উন্নয়নের দিক বিবেচনায় নিয়ে সীশান্তে বসবাসরত মানুষের সাথে সমন্বয় করে তাদের মতামতের ভিত্তিতে সার্বক্ষণিক অত্রন্দ্র প্রহরীর দায়িত্বপালন করে চলেছে। এবং আগামীতে এ চলমান প্রক্রিয়াকে আরও কার্যকর এবং মানবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে বলে আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চল্লিশপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ অংশে পদ্মা নদীর চর সংলগ্ন এলাকায় শূন্য রেখা বরাবর সীমান্ত পিলার ১৫৭/এমপি হতে ৮৫/১০-এস পর্যন্ত প্রায় ০৫ কিঃ মিঃ এলাকা যৌথ সার্ভে এবং অন্যান্য পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উদ্ধারকৃত ও বিজিবি এর নিয়ন্ত্রণে থাকা বিপুল পরিমান বাংলাদেশী ভূখন্ড এলাকা পরিদর্শন করেন। সেক্টর কমান্ডার এ সময়ে শূন্য রেখায় উপস্থিত স্থানীয় ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ এর চর ভদ্রা কোম্পানী কমান্ডারসহ বিএসএফ এর একটি টহল দলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। উক্ত পরিদর্শনকালীন সময়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি এবং সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম.বিজিবি জোয়ান, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক, জেলে, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবির মানুষ উপস্থিত ছিলেন। এর আগে কর্ণেল মারুফুল আরেফিন গত ফেব্রুয়ারী মাস থেকে ভারত বাংলাদেশের মধ্যে বিজিবি-বিএসএফ’র কমান্ডার পর্যায়ে উদ্ধার হওয়া জমির পরিমান, নদীর পুর্বের এবং বর্তশান প্রবাহমান চিত্রের একটি ম্যাপ উপস্থিত বিজিবি সদস্য ও সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
Leave a Reply