1. nannunews7@gmail.com : admin :
January 10, 2025, 3:40 am
শিরোনাম :

কামিন্সকে চ্যাম্পিয়নস ট্রফিতে পাওয়া নিয়ে শঙ্কায় অস্ট্রেলিয়া

  • প্রকাশিত সময় Thursday, January 9, 2025
  • 1 বার পড়া হয়েছে

 

ক্রীড়া প্রতিবেদক ॥আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফি। আগামী ১২ জানুয়ারির মধ্যে আইসিসির কাছে টুর্নামেন্টটির স্কোয়াড জমা দিতে হবে প্রতিযোগী ৮টি দলকে। তার আগে ঝামেলায় পড়েছে ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়া। বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে পাওয়া নিয়ে শঙ্কায় পড়েছে তারা।

কামিন্সের নেতৃত্বে সদ্য সমাপ্ত বোর্ডার-গাভাস্কার সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। সিরিজ চলাকালীন গোড়ালির চোটে পড়েন কামিন্স। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তার চোটের কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে স্ক্যান করার পরই চোট কতটা গুরুতর নিশ্চিত হওয়া যাবে। একই সময়ে পিতৃত্বাকালীন ছুটির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলবেন না কামিন্স।

চ্যাম্পিয়নস ট্রফির আগে তার সুস্থ হওয়া নিয়ে নিশ্চয়তা দিতে পারেননি অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি। তিনি বলেন, ‘আমরা অপেক্ষায় আছি, দেখা যাক তার স্ক্যান রিপোর্টে কী আসে এবং আমরা বিষয়টি পর্যবেক্ষণে রেখেছি। এখানে (চোট নিয়ে) কিছু কাজ করতে হবে। সেটিকে কেন্দ্র করে আমাদের আরও কিছু তথ্য পাওয়া দরকার।’

কামিন্সের অধিনায়কত্বে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২১-২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। এছাড়া ঐতিহ্যবাহী অ্যাশেজের সর্বশেষ সিরিজ এবং দীর্ঘদিন পর বোর্ডার-গাভাস্কার সিরিজেও জয় এসেছে কামিন্সের হাত ধরে।

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা ওঠার পর চ্যাম্পিয়নস ট্রফি চলবে ৯ মার্চ পর্যন্ত। ৮ দলের এই মেগা আসরের ম্যাচ হবে পাকিস্তানের তিন ভেন্য– লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। ভারতের ম্যাচ হবে দুবাইয়ে। অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ম্যাচে ২২ ফেব্রুয়ারি লড়বে ইংল্যান্ডের বিপক্ষে। ‘বি’ গ্রুপে তাদের অপর দুই সঙ্গী দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। এ ছাড়া ‘এ’ গ্রুপে বাংলাদেশসহ রয়েছে– ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640