কাগজ প্রতিবেদক ॥ সরকারী কোষাগার থেকে বিধি মোতাবেক ইজারা নিয়ে কুষ্টিয়া ভেড়ামারা বার মাইল পদ্মা নদীর কয়েকটি মৌজায় বালি উত্তোলনের ইজারা পাওয়া ইজারাদার ও তাদের লোকবলকে অস্ত্রের মুখে উঠিয়ে দিয়ে নিজেরা দখল নিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে। এতে পানি পথে আবারও অস্ত্রের মহড়ায় নদী পাড়ের মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।
একটি দায়িত্বশীল সুত্রে জানা গেছে, বাংলা মাসের হিসেবে অনুযায়ী কুষ্টিয়া ডিসি অফিস থেকে সরকারী কোষাগারে নির্ধারিত রাজশ^ দিয়ে দরপত্র আহবানের মাধ্যমে ভেড়ামারা বার মাইল থেকে কয়েকটি মৌজায় বালি উত্তোলনের ইজারা পায় জনৈক ইজারাদার। ৫ আগষ্টের পর স্বশস্ত্র বাহিনী নিয়ে স্থানীয় একটি রাজনৈতিক প্রভাবশালী নদী পথে অস্ত্রের মুখে ইজারাদারদের তুলে দিয়ে নিজেরা দখলে নিয়ে নেয় বারমাইল পদ্মা নদী থেকে কয়েকটি পয়েন্টে অবৈধভাবে বালি উত্তোলন চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে নৌ পুলিশ জানিয়েছেন, তারা শুনেছেন অবৈধ ভাবে বালু উত্তোলন করছেন কতিপয় ব্যক্তি। কয়েক দফা অভিযান চালানো হয়েছে অভিযোগ পেলে আবারও তারা অভিযানে যাবে বলে জানিয়েছেন। এ ছাড়া বিআইডব্লিউটিএর একটি আইনগত মতামত রয়েছে। সেখানে বলা হয়েছে উন্নয়নমূলক কাজের জন্য বালু উত্তোলনের ব্যাপারে জেলা প্রশাসক ব্যবস্থা নেবেন।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজশ^) আব্দুল ওয়াদুদ জানান, কয়েক দফা অভিযান চালিয়ে কারাদন্ড দেয়া হয়েছে। খুব শিঘ্রই এসব অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান। তিনি বলেন, নদীটি দুই জেলার সীমানার মাঝামাঝি পড়ায় কুষ্টিয়া থেকে অভিযান চালালে উত্তোলনকারীরা নৌকা রেখে পাবনার দিকে পালিয়ে যায়। তাই আমরা দুই জেলা মিলে যৌথ অভিযানের কথা ভাবছি। এদিকে প্রকৃত ইজারাদার অনেক টাকার বিনিময়ে নেয়া এ বালু মহাল থেকে বালু উত্তোলন না করায় আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ্যের পাশাপাশি নিরাপত্তার আশংকাও করা হচ্ছে বলে সুত্র জানিয়েছে।
Leave a Reply