কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় আর্তমানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও বর্ণিল র্যালীর মধ্যদিয়ে ভিডিপি দিবস-২০২৫ পালিত হয়েছে। রবিবার সকালে কুষ্টিয়া জেলা আনাসার ও ভিডিপি সদর দপ্তর হতে বেলুন ও পায়রা উড়িয়ে একটি র্যালী বের হয়ে ক্যাম্পাস ঘুরে আবার সেখানে শেষ হয়। পরে সেখানে বেশ কিছুসংখ্যক রক্তদাতার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর মধ্যদিয়ে তা শেষ হয়। এর পর সহকারী আনসার অ্যাডজুন্টে আবুল কাশেমের সভাপতিত্বে আলোচনা সভা, কেক কাটা, রক্তদান কর্মসুচী পালিত হয়। এ সব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আনসার অ্যাডজুটেন্ট শফিউল আযমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply