কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীতে পরিদর্শনে এসেছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ ইয়ামিন খান। আজ শনিবার দুপুর একটা ৪৪ মিনিটে উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজারের বিসিআইসি সার ডিলার মেসার্স মুকব্লু হোসেনের সারের গুদাম পরিদর্শন করেন তিনি। তিনি গুদাম পরিদর্শন শেষে উপস্থিত কৃষকদের সঙ্গেও মতবিনিময় করেন। এসময় জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সুফি মো. রফিকুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাইসুল ইসলাম, যদুবয়রা ইউনিয়নের বিসিআইসি সারের ডিলার মকবুল হোসেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক শিহাব উদ্দিনসহ অন্তত ৩০ জন কৃষক উপস্থিত ছিলেন। যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের কৃষক নায়েব আলীসহ উপস্থিত কৃষকরা যুগ্ম সচিবের কাছে অভিযোগ করে বলেন, ডিলার পরিমিত সার দেয়না। বরং অসৌজন্যমূলক আচরণ করেন। কৃষকরা বাধ্য হয়ে প্রয়োজন মেটাতে ব্লাকে বেশি দামে সার কিনছেন। পরিদর্শন শেষে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ ইয়ামিন খান বলেন,’ সারের সংকট নেই। পরিবহনের কারণে সার পৌঁছাতে কিছুটা ধীরগতি হয়েছে। তবে আপাতত আর কোনো সমস্যা নেই। তিনি আরো বলেন, ‘তদন্ত চলছে। কোনো ডিলার বা কোনো কর্মকর্তা সার নিয়ে কারসাজি করলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অনিয়মের তথ্য থাকলে সঙ্গে সঙ্গে কৃষি কর্মকর্তাদের জানানোর জন্য পরামর্শ দেন তিনি। ‘ পরিদর্শনে যদুবয়রা ইউনিয়নের বিসিআইসি সারের ডিলারের বিরুদ্ধে কোন অনিয়ম পেয়েছেন কি না? এমন প্রশ্নের উত্তরে যুগ্ম সচিব বলেন, বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে পরে বিস্তারিত বলা যাবে। উল্লেখ্য, সম্প্রতি কুষ্টিয়ার কুমারখালীতে লাইসেন্স বিহীন এক ব্যবসায়ীর গুদামে প্রায় ২০০ বস্তা সার মজুদের অপরাধে ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরামানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
Leave a Reply