কাগজ প্রতিবেদক ॥ রক্তদাতাদের জন্য ভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে স্বপ্ন প্রয়াস যুব সংস্থা। হাসপাতালের ব্লাড ব্যাংকে আগত ডোনারকে রক্তদানের পর জুসের প্যাকেট উপহার দিয়ে রক্তদানের প্রতি উৎসাহ বাড়াতে এ পদক্ষেপ গ্রহণ করা হয়।
গতকাল সন্ধ্যায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্লাড ব্যাংকে দায়িত্ব রত মেডিকেল টেকনোলজিস্ট মহিউদ্দিন ইসলামের হাতে ২ কাটুর্ন জুস তুলে দেয় স্বপ্ন প্রয়াস যুব সংস্থাটি। স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন প্রয়াস যুব সংস্থা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন উদ্যোগ গ্রহণ করে। যার ধারাবাহিকতায় এ কার্যক্রম চলমান রাখতে সংশ্লিষ্টসহ বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসার আহবান জানানো হয়। স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সভাপতি সাদিক হাসান রহিদ বলেন, রক্তদাতাদের রক্ত দেওয়া শেষে তাদের আপ্যায়ন করার জন্য এবং তাদের উৎসাহ দেওয়ার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসম্মত জুস এর পেকেট দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা শুরু টা করলাম। এভাবেই সমাজের বিত্তশালীদের এগিয়ে উচিত বলেও মনে করেন। এই সময় উপস্থিত ছিলেন সংস্থা’র উপদেষ্টা সদস্য এসএম জামাল, আক্তার হোসন, কনক রেজা, সহ-সভাপতি রিফাত, সাংগঠনিক সম্পাদক সায়েম, ভালোবাসার পাংশা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাগর শিকদার, হাসপাতালের ব্লাড ব্যাংকের সহকারী আশরাফুল সহ অন্যান্যরা
Leave a Reply