1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 9:58 pm
শিরোনাম :
কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে কুষ্টিয়ার পদ্মার চরে তিন জেলার যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে অপারেশনমূল্য নির্ধারণ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ছাত্রদলের আলোচনা সভা কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাই, থানায় অভিযোগ মেছো বিড়াল সংরক্ষণে জীবননগরে ‘ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ’-এর জনসচেতনতা মূলক প্রচারণা কুষ্টিয়ায় চলতি বছরে সাপের কামড়ে ৮ জনের মৃত্ব্য সিরিজে লিড নিল নিউজিল্যান্ড নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ৯১৯৮ হাজার কোটি টাকা মির্জা ফখরুল দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়

দৌলতপুরে মুড়িকাটা পেয়াঁজ উত্তোলনে ব্যস্ত কৃষক : দাম নিয়ে শঙ্কা

  • প্রকাশিত সময় Monday, December 30, 2024
  • 34 বার পড়া হয়েছে

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে এবছর আগামজাতের মুড়িকাটা পেয়াঁজের ভাল ফলন হচ্ছে। ক্ষেত থেকে মুড়িকাটা পেঁয়াজ ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে উৎপাদন খরচ বেশী হওয়ায় লাভের অংক নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে কৃষকদের মাঝে। কুষ্টিয়ায় চলতি মৌসুমে ৪ হাজার হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের চাষ হয়েছে। এরমধ্যে সীমান্তবর্তী দৌলতপুর উপজেলায় চাষ হয়েছে ৩ হাজার ২৫০ হেক্টরে জমিতে। এবছরও পেঁয়াজের বীজ ও সারের দাম বেশী হওয়ায় প্রতি বিঘা জমিতে পেঁয়াজ চাষে কৃষকদের খরচ হয়েছে ৮০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা। আবহাওয়া অনুকুলে থাকায় বিঘাপ্রতি পেঁয়াজের ফলন হচ্ছে ৫০ মন থেকে ৭০ মন পর্যন্ত। বর্তমান পেঁয়াজের বাজার ১৫০০ টাকা মন হওয়ায় লাভ নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা। দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের শশীধরপুর গ্রামের কৃষক নাসির উদ্দিন জানান, এবছর পেঁয়াজের বীজের দাম বেশী হওয়ার পাশাপাশি সার ও কীটনাশকের দাম বেশী হওয়ায় পেঁয়াজের উৎপাদন খরচ বেড়েছে। পেঁয়াজের বর্তমান বাজার দরে বিক্রয় করতে হলে উৎপাদন খরচই উঠবেনা বলে জানান তিনি। একই কথা জানিয়েছেন দৌলতপুর সদর ইউনিয়নের স্বরুপপুর গ্রামের পেঁয়াজ চাষী নিজাম উদ্দিন। তিনি জানান, ৩বিঘা জমিতে পেঁয়াজ চাষ করতে খরচ হয়েছে প্রায় ৩ লক্ষ টাকা। বর্তমান বাজার দর অর্থাৎ ১৫০০ টাকা মন পেঁয়াজ বিক্রয় হলে লোকসান গুনতে হবে তাদের। তবে সংসারের কাজ শেষে ক্ষেতে পেঁয়াজ কেটে গড়ে প্রতিদিন ৩০০ টাকা থেকে ৩৫০ টাকা আয় করতে পেরে নারী শ্রমিকরাও খুশি। এমনটি জানিয়েছেন সাদীপুর গ্রামের নারী শ্রমিক রাশিদা খাতুন। তারমত অনেকেই ক্ষেতে পেঁয়াজ কেটে সংসারের আর্থিক স্বচ্ছলতা পাচ্ছেন। এদিকে পেঁয়াজ উৎপাদনে বড় ধরণের লোকসানের মুখে পড়ায় পেঁয়াজের ন্যায্যমূল্যের দাবিতে খলিশাকুন্ডি বাজারে মানববন্ধন শেষে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভূক্তভোগী কৃষকরা। কুষ্টিয়া-মেহেরপুর সড়কের খলিশাকুন্ডি বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। বিক্ষুব্ধ কৃষকরা জানান, চলতি মৌসুমে প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের রোপণ করা মুড়িকাটা পেঁয়াজ নষ্ট হয়েছে। ফলে দ্বিতীয় দফায় বাড়তি মূল্যে পেঁয়াজের বীজ কিনে দ্বিগুণের বেশি খরচ করে পেঁয়াজের চাষ করতে হয়েছে তাদের। কিন্তু পেঁয়াজ উত্তোলন মৌসুমে বিভিন্ন দেশ থেকে ব্যাপক পরিমাণে পেঁয়াজ আমদানি করায় বড় দরপতন ঘটেছে পেঁয়াজের বাজারে। এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে মুড়িকাটা পেঁয়াজের দাম মনপ্রতি এক থেকে দেড় হাজার টাকা কমে যাওয়ায় কৃষকের উৎপাদন খরচই উঠছে না বলে জানান তারা। এদিকে পেঁয়াজ চাষে কৃষকদের বীজ, সার সহ প্রয়োজনীয় প্রণোদনা প্রদান এবং প্রযুক্তির ব্যবহার ও পরামর্শ দেওয়ায় পেঁয়াজের ফলন ভাল হয়েছে। পেঁয়াজ চাষে কৃষকরা লাভবান হচ্ছেন বলে জানিয়েছেন দৌলতপুর কৃষি কর্মকর্তা মো.নুরুল ইসলাম। কৃষকদের উৎপাদিত পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত হলে পেঁয়াজ চাষে তারা আগ্রহী হবে। ফলে কমবে পেঁয়াজ আমদানী নির্ভরতা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640