ক্রীড়া প্রতিবেদক ॥বড়দিনের ছুটি কাটিয়ে আবারও মাঠে ফিরেছে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল। বিরতি থেকে ফিরে জয়ের ধারা অব্যাহত রেখেছে লিভারপুল। রীতিমতো উড়ছে দ্য রেডর্সরা। সবশেষ ম্যাচে বৃহস্পতিবার রাতে হামজা চোধুরীর দল লেস্টার সিটির বিপক্ষে অ্যানফিল্ড মাঠে নামে মোহাম্মাদ সালাহ-নুনেজরা। এদিন শুরু থেকে টেবিল টপারদের চোখে চোখ রেখে লড়াই করতে থাকে টেবিলের তলানিতে থাকা দল লেস্টার সিটি। অ্যানফিল্ডে সবাইকে অবাক করে দিয়ে জর্ডান আয়ুর গোলে মাত্র ৬ মিনিটের মাথায় লিড পায় সফরকারীরা। তবে বিরতিতে যাওয়ার আগে কোডি গাকপোর গোলে সমতায় ফিরে লিভারপুল। বিরতি থেকে ফিরে যেন প্রতিরোধ্য হয়ে উঠে স্লটের শিষ্যরা। ম্যাচের ৫৯ মিনিটে ইংলিশ ফুটবলার কার্টিস জোন্সের গোলে লিড নেয় দ্য রেডর্সরাতবে ম্যাচের ৮২ মিনিটে লেস্টার সিটির কফিনের শেষ পেরেকটুকু ঠুকে দেন মোহাম্মাদ সালাহ। এই গোলের মধ্যে দিয়ে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতার আসনটিতে আরো ভালো ভাবেই বসেন মিশরের এই তারকা। বর্তমানে তার গোল সংখ্যা ১৬। ১৩টি গোল করে এই তালিকায় দুই নম্বরে আছেন আলিং হালান্ড। লেস্টার সিটির বিপক্ষে নির্ধারিত সময় শেষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৭ ম্যাচ খেলে মাত্র এক হারে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের সবার শীর্ষে অবস্থান করছে দ্য রেডর্সরা। ১৮ ম্যাচ খেলে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে চেলসি। অন্যদিকে ১৮ ম্যাচ খেলে তিন জয় নিয়ে টেবিলের ১৮ নম্বরে আছে হামজার লেস্টার সিটি। যদিও লিভারপুলের বিপক্ষে শুরু একাদশে হামজাকে রাখেনি কোচ রুড ভ্যান নিস্টেলরয়। এমনকি বদলি খেলোয়াড় হিসেবে টেবিল টপারদের বিপক্ষে নামানো হয়নি এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে। অন্যদিকে গেল পরশু রাতে এভারটনের বিপক্ষে ইতিহাদে মাঠে নামে ম্যানচেস্টার সিটি। এদিনও জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে পারেনি পেপ গার্দিওলার শিষ্যরা। যেন জিততেই ভুলে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। আগে গোল করেও ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়েছে হালান্ড-ডি ব্রুইনরা। যদিও এদিন জয়ের সুযোগ ছিল সিটির সামনে। পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি আলিং হালান্ড।
চলতি মৌসুমে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে অবস্থান করছে সিটি। এমন বাজে পারফরম্যান্সের পর আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে কিনা দলটি। সেটা নিয়েও শঙ্কা দেখছেন পেপ গার্দিওলা।
Leave a Reply