কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু তুলে বিশাল জলাশয় ভরাট করা হচ্ছে। সরেজমিন (বৃহস্পতিবার দুপুরে) ঘুরে দেখাগেছে, তেবাড়িয়া- লালন বাজার সংযোগ সেতুর পশ্চিমে নৌকার উপরে স্থানীয় তৈরি ড্রেজার স্থাপন করা হয়েছে। আর সেখান থেকে পাইপ টেনে নেওয়া হয়েছে প্রায় এক কিলোমিটার দুরের জলাশয়ে। সেরকান্দি এলাকার ওই জলাশয়টি ভরাট হচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন। স্থানীয় বাসিন্দারা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, রাতে ড্রেজার চালু করা হলে পানির সঙ্গে বালি এসে এই জলাশয়ে পড়ে। ড্রেজার মালিক ও ভরাট কাজে নিয়োজিতদের নাম পরিচয় বলতে কেউ বলতে রাজি হননি। তবে স্থানীয় একটি প্রভাবশালী মহলের মদদপুষ্টরা জড়িত বলে জানান অনেকেই।
সেরকান্দি এলাকা ঘুরে দেখাগেছে, পৌরসভার সড়কের (শিল্পী ফেব্রিক্সের পাশ দিয়ে) উপর দিয়ে, আবাসিক এলাকার ভিতর দিয়ে ও ড্রেনের নীচে দিয়ে পাইপ নেওয়া হয়েছে জলাশয় পর্যন্ত।
পৌর সভার একজন কর্মচারী বলেন, জানা নেই কে বা কারা ড্রেজার বসিয়েছে। তবে খোঁজ নিয়ে জানানো যাবে। পরে তিনি জানান, মোটা বালি ট্রলার থেকে তোলার জন্য ড্রেজার নিয়ে এসেছে। কিন্তু সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, ড্রেজার থেকে সরাসরি পাইপ নেওয়া হয়েছে জলাশয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ড্রেজার চালিয়ে বালু ভরাট করা হয়েছে মর্ডান টেক্সটাইলের মালিকানাধীন জলাশয়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, আইন অমান্য করে জলাশয় ভরাট করা হচ্ছে। কিন্তু দেখার কেউ নেই। দিনের পর দিন ভরাট করা হচ্ছে অথচ পৌর সভা সহ উপজেলা প্রশাসন নিরব রয়েছে। তারা জলাশয় ভরাট কাজ বন্ধের দাবী করেন। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভুমি) আমিরুল আরাফাত জানান, অবৈধ ড্রেজারের কথা কেউ জানায়নি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply