1. nannunews7@gmail.com : admin :
February 5, 2025, 7:41 am

খোকসায় জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বিশেষ কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় Wednesday, December 25, 2024
  • 28 বার পড়া হয়েছে

খোকসা প্রতিনিধি ॥ ২০০৬ সালের ২৬ শে অক্টোবর জাতীয়তাবাদী দল ( বিএনপি) সরকার থেকে ক্ষমতাচ্যুত হয়েছিল।ক্ষমতাচ্যুত হওয়ার পর বিএনপির নেতাকর্মীদের নামে মামলা হামলা থাকায় জনসম্মুখে কোন সভা সমাবেশ দেখা যায়নি দলটির নেতাকর্মীদের। দীর্ঘ ১৭ বছর দশ মাস পর কুষ্টিয়ার খোকসা উপজেলায় জাতীয়তাবাদী দল বিএনপি’র বিশেষ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খোকসা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র উদ্যোগে খোকসা জানিপুর সরকারি পাইলট মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সমাবেশে উপস্থিত বক্তারা বলেন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। সেখান থেকে পুনর্জীবিত করতে চাই আমরা। তবে ১৭ বছর কোন পাঁচজন নেতাকর্মী একত্রিত হতে পারে নাই। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আমাদের জনগণের টাকা বিদেশে পাচার করে জনগণকে দূর্বিষহ জীবন যাপন করতে নিবেদিত করেছিল। সবার সম্মতিক্রমে দলকে একটি রাজনৈতিক কাঠামোর মধ্যে নিয়ে আসা ও দলীয় কাঠামোর এবং শৃঙ্খলা থাকার আশ্বাস দেন দলের নেতারা। যারা বিগত দিনে কর্মীর গায়ে আঘাত করেছে এবং রক্ত ঝরিয়েছে তাদেরকেও আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানান। সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার কথা বলেছেন নেতারা। জেল জুলুম ও অত্যাচার থেকে বিএনপি’র কর্মীরা ভয় পায় না। বর্তমানে দলের কর্মীদের অন্যায় থেকে বিরত থাকার জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। যারা ১৫ বছরে আন্দোলন সংগ্রাম করেন নাই তারা এখন দলের মধ্যে ঢুকে বিভেদ তৈরি করবেন না। উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও খোকসা কুমারখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, অনুষ্ঠানে উপস্থিত থেকে উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক জনাব কুতুব উদ্দিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, এছাড়াও আরো উপস্থিত ছিলেন সৈয়দ আমজাদ আলী, আলহাজ্ব নুরুল ইসলাম আনসার প্রামানিক ও আলাউদ্দিন খান সহ ওবিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640