কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধভাবে রেলের জলাশয়ের ভরাটকৃত জায়গায় আবারো নতুন করে শুরু হয়েছে বিশাল টিনসেড ঘর। এর আগে দেশের অস্থিতিশীল পরিস্থিতি চলাকালীন সময়ে তড়িঘড়ি করে জলাশয়ে বালি ভরাট ও টিনসেড ঘর নির্মাণ করা হয়।
মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, এবারো বিশাল আকৃতির টিনসেড ঘর নির্মাণ কাজ চলছে। স্থানীয়রা জানান, সম্প্রতি আবারো তড়িঘড়ি করে ঘর নির্মাণ কাজ শুরু করেছে বাটিকামার গ্রামের জনৈক জাহিদ হোসেন।
অবৈধভাবে রেলের জলাশয় ভরাটের বিষয় নিয়ে দৈনিক ভোরের কাগজ সহএকাধিক জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও কোনো আইনানুগ ব্যবস্থা নেয়নি রেলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানাগেছে, স্থানীয় জাহিদ হোসেন কৃষি কাজের জন্য লীজ নিয়ে জলাশয়টি বালি ভরাট করেন। ইতোমধ্যে জলাশয়ের প্রায় কুড়ি শতাংশের অধিক পরিমাণ জায়গা ভরাট করছেন এবং নির্মাণ করেছেন টিনসেড ঘর। উক্ত ভরাটকৃত জায়গায় স্কুলের কার্যক্রম শুরু করলেও এখন তা বন্ধ রেখে আবারো ঘর নির্মাণ কাজ শুরু করেছে।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা গণমাধ্যম কর্মীরা জানান, রেল কর্তৃপক্ষের নেপথ্য মদদে রেলের এই জলাশয় ভরাট করা হয়েছে। জলাশয় ভরাট চলাকালীন সময়ে একাধিক জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও রেল কর্তৃপক্ষ নিরব ছিলেন। এখনো পর্যন্ত ভরাটকারীদে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি।
পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে অবৈধভাবে রেলের জলাশয় ভরাটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সচেতন বাসিন্দারা জানান, দিনের পর দিন কুমারখালী পৌর এলাকার অধিকাংশ ব্যক্তি মারিকানাধীন জলাশয়গুলো বসতবাড়ী সহ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার অজুহাতে প্রকাশ্যে ভরাট হয়ে যাচ্ছে। আর এবার ব্যক্তিস্বার্থে সরকারি জলাশয় (রেলের) ভরাট করা হচ্ছে। সরকারি কাজের জন্য ভরাট হলে তবুও মেনে নেওয়া যেতো।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্কুল শিক্ষক জানান, আওয়ামী লীগ আমলে ক্ষমতাধরদের প্রত্যক্ষ মদদে ভরাট কাজ করা হলেও এখন নেপথ্য মদদদাতা কারা ? জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তবুও কেন অবৈধ ভরাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছেনা ? জলাশয় ভরাটের প্রতিবাদ জানান তিনি। উল্লেখ্য, কুমারখালী সরকারি কলেজের সামনের বিশাল জলাশয়টি রেলের সম্পত্তি। দীর্ঘদিন ওই জলাশয় কলেজ লীজ নিয়ে দখলে রেখেছিল। সেখানে মাছ চাষ চলতো। আওয়ামী লীগ সরকারের আমলে পৌর সভার মেয়র সামছুজ্জামান অরুণ কলেজের লীজকৃত জলাশয়ের কিছু অংশে ভরাট করে কলেজ মার্কেট নামে একটি মার্কেট নির্মাণ করে দোকান ঘরের পজিশন বিক্রি করে মোটা অংকের টাকা লুটে নিয়ে সটকে পড়েন। এখন কলেজ কর্তৃপক্ষ ওই মার্কেটের ভাড়া আদায় করছে বলে বিশ্বস্ত সূত্রে জানাগেছে। এই মার্কেট নির্মাণ করতে গিয়ে জনপ্রতিরোধ উপেক্ষা করে রেল সেতুর মুখ বন্ধ করে দেন মেয়র অরুণ। এ ব্যাপারে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের স্টেট অফিসার সহ সার্ভেয়ারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Leave a Reply