বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ উপজেলা খাসকররা ইউনিয?নের রায়সা গ্রামে শিশু ফাহিমের মৃত্যুতে রহস্যের জট উন্মোচনের জন্য কাজ করছে আলমডাঙ্গা থানা পুলিশ।
গত ১৫/০৯/২০২৪ ইং তারিখ দুপুর অনুমানিক ০১.৩০ টায় আঃ করিমের শিশু পুত্র ফাহিম (০৪ বছর ০৫ মাস) মৃত্যু হয?। প্রাথমিকভাবে তার মৃত্যুটি ডুবে মারা যাওয?ার মত দুর্ঘটনা জনিত মনে হলেও ময?নাতদন্ত রিপোর্টে হত্যাকাণ্ড প্রমান পাওয?া গেছে বলে জানা যায?। এ বিষয?ে ভিকটিমের বাবা বাদী হয়ে আলমডাঙ্গা একটি মামলা দায?ের করলে পুলিশ তদন্ত কাজ শুরু করেন। ঘটনার দিন ভিকটিম ফাহিম তার পিতার সাথে দুপুরের খাওয়া দাওয়া করে। একই তারিখ দুপুর অনুমান ০২.৩০ ঘটিকায় ভিকটিম ফাহিম খেলাধুলা করার উদ্দেশ্যে বাড়ী হইতে বাহির হয়। ভিকটিম ফাহিম যথাসময়ে বাড়ি ফিরে না আসায় তার পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করিতে থাকে। খোঁজাখুজির একপর্যায়ে ইং-১৬/০৯/২০২৪ তারিখ সকাল অনুমান ০৮.৩০ ঘটিকায় ভিকটিমের পিতা মোঃ তার আঃ করিম আলমডাঙ্গা থানাধীন রায়সা গ্রামস্থ জনৈক আব্দুল লতিফ মালিথা এর বাঁশ বাগানের মধ্যে এ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভিকটিমের পিতার অভিযোগের প্রেক্ষিতে আলমডাঙ্গা থানার অপমৃত্যু মামলা ১৬/০৯/২০২৪ রুজু করেন। মেডিকেল অফিসার, সদর হাসপাতাল, চুয়াডাঙ্গা, শিশু ভিকটিম -ফাহিমের মৃত দেহের ময়না তদন্ত রিপোর্ট প্রদান করেন যে, সময় অজ্ঞাতনামা আসামী/আসামীরা শিশু ভিকটিম ফাহিম (০৪ বছর ০৫ মাস)-কে শ্বাসরোধ করে হত্যা করতঃ লাশ গুম করার উদ্দেশ্যে আলমডাঙ্গা থানাধীন রায়সা গ্রামস্থ জনৈক আব্দুল লতিফ মালিথা এর বাঁশ বাগানের মধ্যে ডোবায় ফেলে গিয়েছে। ময?না তদন্তের রিপোর্ট উল্লেখ করা হয। গতকাল এ মামলায় একজন মহিলাকে আটক করা হয?েছে বলে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয?। এদিকে গ্রামবাসীরা জানান গত ১৬ বছরে বিভিন্ন সময? চারটি শিশু হত্যা এলাকাবাসী মনে চঞ্চলের সৃষ্টি করেছে। এ বিষয?ে নাম প্রকাশ না করার শর্তে কয?েকজন বলেন, বিষয?টি তন্ত্র মন্ত্র শক্তি বৃদ্ধিতে কবিরাজ ঘটিত কালো জাদু তা খতিয?ে দেখা দরকার।
Leave a Reply