কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি – বাঁশগ্রাম সড়কের পাশ থেকে প্রায় আট লাখ টাকা মূল্যের ১৯টি গাছ চুরির মামলায় প্রধান আসামি করাতকল মালিক নাসির উদ্দিন (৪৯) সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার গভীর রাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কুসলিবাসা এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁদেরকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। গ্রেফকারকৃতরা হলেন – উপজেলার চাঁদপুর ইউনিয়নের কুসলিবাসা গ্রামের মৃত মনোব্বর শেখের ছেলে নাসির উদ্দিন (৪৯), আনোয়ার মোল্লার ছেলে ইমরান মোল্লা (২৫) ও সামছুল খন্দকারের ছেলে সজল খন্দকার (৩৯)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা সরকারি সড়কের গাছ কাটার ঘটনা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, মাসখানেকের মধ্যে সড়কের কাঁচিকাটা সেতু এবং ভাদুরমোড় থেকে আদাবাড়িয়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের অন্তত ৫৪টি গাছ রাতের আধারে কেটে নিয়েছে দুর্বৃত্তরা। প্রায় ৩০ -৪০ বছর বয়সি মেহগনি ও শিশু গাছগুলো প্রায় ১০ – ১২ লাখ টাকায় বিক্রি করেছে একটি চক্র। এতোদিন ধরে গাছ কাটা চললেও জানেনা প্রশাসন। তবে গত শুক্রবার দৈনিক ভোরের কাগজে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসনের লোকজন। গত শনিবার বিকেলে চাঁদপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. আবুল হোসেন বাদী হয়ে সরকারি গাছ চুরির অভিযোগে থানায় একটি মামলা করেন। মামলায় করাতকল মালিক নাসির শেখকে প্রধান আসামি করে পাঁচজনকে আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫ -২০ জনকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা সরকারি সড়কের গাছ কাটার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছেন কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ। তিনি বলেন, শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে করাতকল মালিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ক্যাপশনঃ সড়কের সরকারি গাছ চুরি মামলায় তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি রোববার দুপুরে কুমারখালী থানা চত্বরের।
Leave a Reply