কাগজ প্রতিবেদক ॥ সচেতন নাগরিক কমিটি (সনাক), কুষ্টিয়া ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজনে ২১ ডিসেম্বর শনিবার সকালে জেলা শিল্পকরা একাডেমীর সম্মেলন কক্ষে সনাক সভাপতি আসমা আনসারী মীরুর সভাপতিত্বে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি তহ্মিনা চৌধুরী ঝর্না, শাহাজাহান আলী, সদস্য মোঃ রফিকুল আলম, নীলিমা বিশ্বাস, খোন্দকার আমানুল্লাহ, মিজানুর রহমান লাকী, ড. সরওয়ার মুর্শেদ, অশোক সাহা, তারিকুল হক তারিক, মীর ছানোয়ার হোসেন, টিআইবি’র কোঅর্ডিনেটর কাজী শফিকুর রহমান, ক্লাস্টার কোঅর্ডিনেটর মোঃ ফিরোজ উদ্দিন, ডেপুটি কোঅর্ডিনেটর মুনমুন নাহার প্রমুখ। সভায় সনাকের বিগত এক বছরের কার্যক্রম উপস্থাপন করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ রায়হানুল ইসলাম। কাজী শফিকুর রহমান বলেন, ২৮ বছর টিআইবি কাজ করছে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে। টিআইবি আলোকিত বাংলাদেশ দেখতে চায়। সম্মিলিত প্রয়াশে আমাদের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে। ড. সরওয়ার মুর্শেদ বলেন, দুর্নীতিবিরোধী শিক্ষা পরিবার থেকে নিতে হবে। তরুনদের দিকে দেশ তাকিয়ে আছে, তরুনদের ঐক্য ও এক থাকতে হবে। তরুনদের নিয়েই সকলের স্বপ্ন। সভাপতির বক্তব্যে আসমা আনসারী মীরু বলেন, দুর্নীতি বিরোধী আন্দোলনে সকলের সহযোগিতা প্রয়োজন। আমাদের দেশপ্রেমের শপথকে অন্তরে ধারন করতে হবে। এর আগে সকালে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। টিআইবি’র দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান অশোক সাহা। সভায় সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সার্পোট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)’র প্রায় দেড় শতাধিক সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।
Leave a Reply