এনএনবি : নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় স্বাস্থ্যবীমা প্রতিষ্ঠান ‘ইউনাইটেড হেলথকেয়ার’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রায়ান থম্পসনকে হত্যার ঘটনায় ২৬ বছর বয়সী লুইজি মাঞ্জিওনি এবার নিউ ইয়র্কের আদালতে ফেডারেল সরকারের চারটি মামলায় অভিযুক্ত হয়েছেন। এর একটি মৃত্যুদ-যোগ্য।
বৃহস্পতিবার পেনসিলভেইনয়া থেকে মাঞ্জিওনিকে নিউ ইয়র্কে হস্তান্তর করার পর তার বিরুদ্ধে এসব মামলা দায়ের হয়। পেনসিলভভেইনিয়া থেকে মাঞ্জিওনিকে নিউ ইয়র্কের ম্যানহাটনে নিয়ে যাওয়া হয় হেলিকপ্টারে করে।
বিবিসি জানায়, কমলা রঙের পোশাক ও হাতকড়া পরা মাঞ্জিওনিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখে আদালতে নিয়ে যান। মাঞ্জিওনির আইনজীবীরা জামিনের আবেদন দাখিল না করায় আপাতত তিনি কারাগারেই থাকছেন।
আদালতে ১৫ মিনিটের শুনানিতে বিচারক মাঞ্জিওনির বিরুদ্ধে ফেডারেল সরকারের আনা অভিযোগগুলো পড়ে শোনান। এসব অভিযোগের মধ্যে রয়েছে- আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যার অভিযোগ, গোপনে অনুসরণ করার দুটি অভিযোগ, অবৈধ গান সাইলেন্সার ব্যবহারের অভিযোগ। আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যার অভিযোগে মাঞ্জিওনির মৃত্যুদ- হওয়ার শঙ্কা আছে।
অভিযোগ পড়ে শোনানোর সময় আদালত কক্ষে উপস্থিত ছিল সাংবাদিক, সাধারণ মানুষ ও আদালতের কর্মীরা। আর আদালতের বাইরে কয়েকজন বিক্ষোভকারী ‘লুইজি আমাদের মুক্ত করেছে’ লেখা প্ল্যাকার্ড নিয়ে তার পক্ষে সমর্থন জানিয়ে জড়ো হয়। মাঞ্জিওনিকে রাখা হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থায়।
মাঞ্জিওনির এক আইনজীবী বলেছেন, একজন আসামির বিরুদ্ধে একইসঙ্গে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অভিযোগ থাকার এমন ঘটনা সচরাচর দেখা যায়না। তিনি বলেন, “এখানে যা ঘটছে তেমন কিছু আমি আমার ৩০ বছরের ক্যারিয়ারে কখনও দেখিনি।”
মাঞ্জিওনিকে বর্তমানে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। এর আগে মাঞ্জিওনিকে পেনসিলভেইনিয়ার আদালতে হাজির করে পাঁচটি অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। আদালত তার জামিন আবেদনও নাকচ করে।
অবৈধ অস্ত্র রাখা, জালিয়াতি এবং পুলিশকে মিথ্যা পরিচয় দেওয়ার অভিযোগে মাঞ্জিওনিকে পেনসিলভেইনিয়ার জেলে রাখা হয়েছিল। নিউ ইয়র্কের কৌসুঁলিরা তার প্রত্যর্পণ চেয়েছিলেন।
অপরাধের অভিযোগনামায় বলা হয়েছে, মাঞ্জিওনি জর্জিয়া থেকে নিউ ইয়র্কে গিয়েছিলেন ইউনাইটেড হেলথকেয়ারের সিইও ব্রায়ান থম্পসনকে অনুসরণ করে তাকে হত্যা করার জন্য।
নিউ ইয়র্কে ম্যানহাটনের হিলটন হোটেলের বাইরে পিঠে গুলি করে হত্যা করা হয়েছিল ব্রায়ান থম্পসনকে। তিনি হেলথকেয়ারের বিনিয়োগকারীদের সঙ্গে একটি বৈঠকে অংশ নিতে সেখানে গিয়েছিলেন। তাকে খুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় লুইজি মাঞ্জিওনিকে।
মাঞ্জিওনি একজন আইভি লীগ গ্র্যাজুয়েট। তাকে পেনসিলভানিয়া রাজ্যের আলটোনায় ম্যাকডোনাল্ডস-এর একটি দোকান থেকে গত ৯ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়। সেখানে এক গ্রাহক তাকে দেখে শনাক্ত করার পর তিনি গ্রেপ্তার হন।
একটি ভুয়া আইডি কার্ড, বন্দুকের সাপ্রেসর এবং হত্যাকারীর মতো জামাকাপড় উদ্ধার করা হয় মাঞ্জিওনির কাছ থেকে।
Leave a Reply