1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 5:05 pm

কুমারখালীতে রাতের আঁধারে উধাও সড়কের অর্ধশতাধিক গাছ, জানা নেই প্রশাসনের, ব্যবস্থা নেওয়ার আশ্বাস

  • প্রকাশিত সময় Friday, December 20, 2024
  • 117 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীতে পান্টি – বাঁশগ্রাম সড়কের কাঁচিকাটা সেতু, ভাদুরমোড় থেকে আদাবাড়িয়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের অন্তত ৫৪টি গাছ রাতের আধারে কেটে নিয়েছে দুর্বৃত্তরা। প্রায় ৩০ -৪০ বছর বয়সের মেহগুনি ও শিশু গাছ প্রায় এক মাস ধরে কাটা চলছে। গাছগুলোর আনুমানিক মুল্য ১০ – ১২ লাখ টাকা। মুল্যবান এতগুলো গাছ রাতের পর রাত ধরে কাটা হলেও জানেনা প্রশাসন। স্থানীয়দের ভাষ্য, একটি চক্র রাতের আধারে প্রায় প্রতিদিনই বড় বড় গাছগুলো কেটে নিচ্ছে। গত বুধবার রাতেও ভাদুরমোড় এলাকা থেকে প্রায় লাখ টাকা মূল্যের দুইটি বড় মেহগুনি গাছ কাটা হয়েছে। আরো কয়েক শত গাছ কাটার অপেক্ষায়। ‘৯৯৯’ কল দিলেও আসেনা পুলিশ। এতে চরম ক্ষুব্ধ তারা। সরেজমিন গিয়ে দেখাযায়, কাঁচিকাটা সেতু থেকে আদাবাড়িয়া পর্যন্ত সড়কের দুইপাশের কয়েক শত বড় বড় মেহগনি, শিশু, বাবলাসহ হরেকরকম গাছ। সেখানে প্রায় অর্ধশত গাছ কেটে ফেলা হয়েছে। পড়ে আছে গাছের গোড়া ও কিছু ডালপালা। তবে এবিষয়ে ভয়ে কেউ কথা বলতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কলেজ ছাত্র বলেন, প্রায় এক মাস ধরে রাতের আধারে একটি চক্র সকড়ের গাছ গুলো কেটে নিচ্ছে। ‘৯৯৯’ এ কল দিলেও পুলিশ আসেনা। তাঁর ভাষ্য, ৫ আগষ্টের পরে পুলিশের তৎপরতা নেই। ফলে অবাধে অপরাধ চালাচ্ছে চক্রটি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কাঠ মিস্ত্রি বলেন, গেল দুই – তিন দিনে একটি চক্র প্রায় ছয় লাখ টাকা মূল্যের গাছ কেটে স্থানীয় একটি ‘স’ মিলে চিড়াই করে তা অন্যত্রে নেওয়া হয়েছে। আবার সেখানেই খাট বানিয়ে ২৫ -৩০ হাজার টাকা করে বিক্রি করছে চক্রটি। তাঁর ভাষ্য, গেল একমাসে সড়কের প্রায় ৫৪ টি গাছ কাটা হয়েছে। প্রতিটি গাছের মূল্য ২৫ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত।
অনুসন্ধানে জানা গেছে, একটি চক্র ইলেক্ট্রিক করাত দিয়ে রাতের আধারে গাছ কেটে চাঁদুপুর ইউনিয়নের ভাদুরমোড় এলাকার নাসির শেখের (৫০) ‘স ‘ মিলে চিড়াই করে কাঠ অন্যত্র নিয়ে যাচ্ছে। কখনও আবার সেখানেই আসবাবপত্র তৈরি করে বিক্রি করছে। আর গাছের ডালপালা গুলো বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে। নাসির ওই এলাকার মনোব্বর শেখের ছেলে। সরেজমিন নাসির শেখের ‘স’ মিলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।পরে নাসিরের মুঠোফোনে (০১৩০০৭১২৬৬৩) একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। গাছ কাটার খবর জানা নেই বলে জানিয়েছেন কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ। তিনি বলেন, সদ্য যোগদান করেছি। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, গাছ কাটার খবর কেউ জানায়নি। খোঁজখবর নিয়ে অপরাধীদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640