ঢাকা অফিস ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার, সার্বভৌমত্ব রক্ষার। একইসঙ্গে দেশ গড়ার সংগ্রাম। সংগ্রাম করেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্তি নিশ্চিত করতে নরসিংদীতে বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তারেক রহমান বলেন, এখন সংগ্রাম এদেশের মানুষের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার। সংগ্রাম করেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ সংগ্রামে একমাত্র নেতৃত্ব দিতে পারবে বিএনপি।
তিনি বলেন, আমাদের সংগ্রাম ছিল ৫ আগস্টের আগ পর্যন্ত। আমাদের সংগ্রাম ছিল স্বৈরাচারের পতন, স্বৈরাচারকে সরিয়ে দেওয়া এবং ফেলে দেওয়ার। দলমত নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষের অংশগ্রহণে দেশের মানুষ সক্ষম হয়েছে স্বৈরাচারকে বিদায় করতে, বাধ্য করেছে পালিয়ে যেতে।
Leave a Reply