ভেড়ামারায় সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এ্যাড. আলম
ওলি ইসলাম, ভেড়ামারা থেকে ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় বালুমহল নিয়ে সৃষ্ট বিরোধে তার কোন সম্পৃক্ততা নেই বলে উল্লেখ করেছেন, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভেড়ামারা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদুল ইসলাম আলম। গতকাল ১৮ই ডিসেম্বর বুধবার ভেড়ামারা উপজেলা বিএনপির কার্যালয়ে বিকেল ৪টায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবী করেন। ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক মেয়র এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম আরো বলেন, একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমাকে বারবার বিভিন্ন অপবাদ দিয়ে জনপ্রিয়তা খর্ব করতে চায়। আমি কোনদিনই অস্ত্রের রাজনীতিতে বিশ্বাস করি না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শ লালন করে ১৯৭৯ সাল থেকে রাজনীতিতে যুক্ত হয়েছি। ৪৫ বছরের রাজনৈতিক জীবনে আমি কোনদিনই চাঁদাবাজির সাথে যুক্ত ছিলাম না। গত মঙ্গলবার ১৭ই ডিসেম্বর ভেড়ামারা উপজেলায় বালিরঘাট নিয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তাতে দুপক্ষেই বিএনপির নেতাকর্মী থাকতে পারে। কোন পক্ষের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। ৫ ই আগস্টের পর আমি আজ পর্যন্ত বালিরঘাটের আশেপাশে যাই নাই।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও চাদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানদের জানবার হোসেন, ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিজেএম কলেজের সাবেক অধ্যক্ষ বিএনপি নেতা আসলাম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক শামীম রেজা শামীম, সদস্য সচিব মোশাররফ হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোবাচ্ছের আজাদ ছাড়াও উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply