ক্রীড়া প্রতিবেদক ॥বাংলাদেশের ক্রিকেটে বড় নাম সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দুজনে খেলার মাঠের পাশাপাশি বিভিন্ন ইস্যুতে আসেন বারবার আলোচনায়। এবার জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এই দুই তারকা ক্রিকেটারকে নিয়ে কথা বলেছেন।সম্প্রতি বোলিং নিষেধাজ্ঞায় পড়েছেন সাকিব। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে সাকিবের ওপর নেমে আসা এমন নিষেধাজ্ঞা অনেক বড় ধাক্কা। বৈশ্বিক এই টুর্নামেন্টে সাকিব খেলতে পারবেন কি না, এই বিষয়ে লিপু বলেছেন, ‘কিছু প্রশ্নের উত্তর সরাসরি আমার কাছে নেই। সাকিব আল হাসানের বিষয়ে আপনারাই অবহিত আছেন। এই মুহূর্তে আমি সরাসরি পরিষ্কার করে কিছু বলতে পারব না, তার দলে অন্তর্ভুক্তির ব্যাপারটা।’সাকিবের বোলিং নিষেধাজ্ঞা নিয়ে প্রধান নির্বাচক বলেছেন, ‘এটা পুরোপুরি ভিন্ন ইস্যু। এটা গতানুগতিক কোনো বিষয় নয়। এটা অস্বাভাবিক একটা বিষয়। যেটা সাকিব আল হাসানের ক্ষেত্রে হচ্ছে।’
এদিকে দলে তামিমের ফেরা নিয়ে লিপু বলেছেন, ‘তামিমকে আরও শানিত হতে হবে। ফিটনেস আরও উন্নতি করতে হবে। যখন সে একটা বিষয় আকাঙ্ক্ষা করবে… একজন ক্রিকেটার যখন এত দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, সে নিশ্চয়ই জানে বৈশ্বিক আসরে খেলার জন্য নিজেকে কীভাবে শানিত করতে হয়, প্রস্তুত করতে হয়। কী ধরনের সহযোগিতা সে আশা করতে পারে বা বোর্ড তাকে দেবে। আমি মনে করি, এগুলো কোনো বাধা হয়ে দাঁড়াবে না।তামিমের দলে ফেরা কঠিন, এমন ইঙ্গিত দিলেন লিপু, ‘তামিম খেলা শুরু করেছেন এটা খুব আশার একটা আলো। আমার বিশ্বাস, খুব দ্রুত আমরা এটা অবহিত হতে পারব যে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তিনি এভেইলেবল থাকবেন কি না। যদি থাকেন তাহলে তো দারুণ।”
Leave a Reply