মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর প্রেস ক্লাবের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণী সাংবাদিকদের সংবর্ধনা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় ক্লাব কার্যালয়ে প্রেস ক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মারুফুল আবেদীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য দেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মাহবুব মুর্শেদ রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ তৌসিফুর রহমান। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা জহুরুল আমীন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক সোহেল রানা, সাগরখালী আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, ছাতিয়ান আব্দুর রাফেত বিশ্বাস কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, কাঞ্চন কুমার হালদার, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সাবেক সাধারণ সম্পাদক মানবজমিন প্রতিনিধি মারফত আফ্রিদী, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর মন্ডল, অর্থ-সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক কুদরতে খোদা সবুজ, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আব্দুল মালেক জোয়ার্দ্দার, সদস্য শেফাইদুল ইসলাম চান্নু, উজ্জল হোসেন, আশরাফুল আলম হীরা, মিলন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply