1. nannunews7@gmail.com : admin :
February 5, 2025, 1:59 pm

ইবি ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারকে ডিনস কমিটির সংবর্ধনা

  • প্রকাশিত সময় Tuesday, December 17, 2024
  • 20 বার পড়া হয়েছে

ইবিতে আইইএলটিএস-এর পরীক্ষাকেন্দ্র ও ফ্যাকাল্টি রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার ঘোষণা ভাইস চ্যান্সেলরের
ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ইসলামী বিশ^বিদ্যালয়ে আইইএলটিএস-এর পরীক্ষাকেন্দ্র করার লক্ষে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করার জন্য আইআইইআর-এর পরিচালককে বলা হয়েছে। এখানে আইইএলটিএস-এর পরীক্ষাকেন্দ্র করলে অনেকেই অনুপ্রাণিত হবেন। তিনি বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি রিসার্চ সেন্টার প্রতিষ্ঠারও ঘোষণা দেন। তিনি বলেন, আমরা নিয়মিতভাবে জার্নাল বের করার চেষ্টা করব। তিনি আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হিসেবে, এটিকে নিজের বিশ্ববিদ্যালয় হিসেবে চিন্তায় ধারণ করে আমি সামগ্রিকভাবে এই বিশ্ববিদ্যালয়ের কল্যাণের জন্য সকলের সঙ্গে কাজ করে যেতে চাই। তিনি ছাত্রদের একাডেমিক সমস্যা সহ বিভিন্ন সমস্যা সমাধানে তৎপর থাকার জন্য ডিন এবং সভাপতিবৃন্দের প্রতি আহ্বান জানান। ডিনস কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর এসব কথা বলেন। ডিনস কমিটির আহ্বায়ক ও থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদে মঙ্গলবার সকাল ১০টায় এ সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সংবর্ধিত বিশেষ অতিথি হিসেবে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। সংবর্ধিত প্রধান অতিথি প্রত্যেক বিভাগে ক্লাস ঠিকমতো হচ্ছে কিনা, তাদের রুটিন এর অবস্থা কি এগুলো তদারকির জন্য ডিনদের প্রতি আহ্বান জানান। তিনি বিভাগগুলোতে প্রতি মাসে একাডেমিক কমিটির সভা করার নির্দেশ দেন। সেখানে শিক্ষার্থীদের কোর্সের অগ্রগতি নিয়ে আলোচনারও পরামর্শ দেন তিনি। তিনি বলেন, বিভাগের সভাপতি হিসেবে ছাত্রদের কথা শুনবেন। শিক্ষার্থীরা যদি কোন দাবি নিয়ে আসে, তা যৌক্তিক কিংবা অযৌক্তিক হোক, তাদেরকে বোঝাবেন। ওদের সমস্যা সমাধানের চেষ্টা করবেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সবচেয়ে বেশি সন্তুষ্ট রাখা যাবে দুইভাবে Ñ ক্লাস রীতিমতো হওয়া এবং পরীক্ষা ঠিক সময়ে নেয়া। সংবর্ধিত বিশেষ অতিথির বক্তৃতায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী বলেন, ষান্মাসিক জার্নালগুলো সময়মত বের করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম দূর করতে এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সংবর্ধিত বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক সমস্যার পাশাপাশি ক্লাস নেয়া, ক্লাস ডিস্ট্রিবিউশন সহ বিভিন্ন সমস্যা রয়েছে। একাডেমিক দিকে আরও গুরুত্ব ও মনোযোগ দেওয়ার জন্য তিনি ডিন ও সভাপতিবৃন্দের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে ডিনদের পক্ষে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মনজুরুল হক, জীব বিজ্ঞান অনুষদের অনুষদের ডিন প্রফেসর ড. বাবলী সাবিনা আজহার, বিভাগীয় সভাপতিদের পক্ষে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. নাছির উদ্দিন মিঝি, লোক প্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর ড. ফকরুল ইসলাম এবং চারুকলা বিভাগের সভাপতি প্রফেসর ড. কামরুল হাসান বক্তব্য দেন। ডিন ও সভাপতিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের প্রফেসর ড. মোঃ রশিদুজ্জামান। অনুষ্ঠানে ডিনস কমিটির আহ্বায়ক এবং অতিথিবৃন্দকে ফুলের শুভেচ্ছা, বই ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640