কাগজ প্রতিবেদক ॥ ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে হেলদি কংক্রীট কর্তৃক আয়োজিত হেলদি ব্লকের তত্ত্বাবধানে হেলদি স্পোর্টস প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো আমলা মাঠে সোমাবার বিকেলে। আমলা সদরপুর হাই স্কুলের এসএসসি ২০০০ বনাম ২০০১ ব্যাচের মধ্যকার খেলায় জয়লাভ করেছে ২০০১ সালের ব্যাচ। সুস্থ দেহ, সুন্দর মননশীল হোক উন্নয়ন-এই শ্লোগানকে সামনে রেখে হেলদি স্পোর্টস ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে পরবর্তীতে আরো অন্যান্য ব্যাচের সাথে। হেলদি কংক্রীটের প্রতিষ্ঠাতা প্রকৌশলী হাসানুল বান্না জানান, আমলা সদরপুর হাই স্কুলের প্রত্যেক ব্যাচের সাথে ক্রমান্বয়ে এই খেলা এলাকার উন্নয়ন সামনের দিকে এগিয়ে নেবে বলে বিশ্বাস করি। পরিবেশবান্ধব, সাশ্রয়ী এবং অনেক সুবিধায় ভরা এই হেলদি ব্লক গ্রামাঞ্চলে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে তিনি সকলকে সচেতন করার উদ্দেশ্যে হেলদি স্পোর্টসের যাত্রা শুরু করলেন আজকের ১৬ ডিসেম্বরের প্রথম খেলার মাধ্যমে বলে তিনি জানান ।
Leave a Reply