1. nannunews7@gmail.com : admin :
February 5, 2025, 8:57 am

এক ডজনের বেশি ব্যাংকে ফরেনসিক অডিট হবে

  • প্রকাশিত সময় Sunday, December 15, 2024
  • 10 বার পড়া হয়েছে

 

 

ঢাকা অফিস ॥ সংকটে থাকা এক ডজনের বেশি ব্যাংকে একটি ফরেনসিক অডিট করবে বাংলাদেশ ব্যাংক। এই নিরীক্ষার মাধ্যমে ব্যাংকগুলোতে হওয়া সম্ভাব্য জালিয়াতি, আর্থিক ক্ষতির অনুসন্ধান এবং ব্যাংকখাতের দীর্ঘদিনের সমস্যাগুলো নিরসনে সংস্কারের সুপারিশ করা হবে। এ উদ্যোগের অংশ হিসেবে এর মধ্যেই হিসাব নিরীক্ষার বৈশ্বিক প্রতিষ্ঠান কেপিএমজি, ডিলয়েট, আর্নস্ট অ্যান্ড ইয়ং-এর সঙ্গে অডিট পরিচালনার জন্য আলোচনা করছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরা বিষয়টি নিশ্চিত করেছেন।
এরই মধ্যে ব্যাংকিং খাত সংস্কারের লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। টাস্কফোর্সের একজন সদস্য বলেন, একটা অডিট হবে, যেখানে শুধু ব্যাংকের ঋণ-সম্পদ নয়, তাদের ইনট্যাঞ্জিবল অ্যাসেটেরও মান যাচাইয়ে গুরুত্ব দেওয়া হবে। তারা এসব ব্যাংকের ব্যালেন্সশিট ফরেনসিক অডিট করার জন্য বাংলাদেশ ব্যাংককে সুপারিশ করেছে।
বাংলাদেশ ব্যাংকের কয়েক জন কর্মকর্তা জানান, যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এই বিশেষ নিরীক্ষা কর্মসূচি এবং বাংলাদেশের ব্যাংকখাতের বৃহত্তর সংস্কারে অর্থায়ন করতে রাজি হয়েছে। এখানে কারিগরি সহায়তা দেবে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। টাস্কফোর্সের সদস্য জানান, বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে মন্দ ঋণ (নন-পারফর্মিং লোন) ও তারল্যের মতো বেশ কিছু মৌলিক সূচকের ভিত্তিতে অডিটের জন্য ব্যাংকগুলোর শ্রেণিবিভাগ করা হয়েছে। ডিসেম্বরেই বছর শেষ হচ্ছে, তাই জানুয়ারিতে অডিট ফার্ম নিয়োগের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, অডিট প্রক্রিয়ার পদ্ধতি ও কাঠামো নিয়ে বর্তমানে আলোচনা চলছে। পশ্চিমা দেশগুলোতে ডিসেম্বর মাস হচ্ছে ছুটি ও উৎসবের সময়, তাই জানুয়ারিতে অডিট শুরু করা হবে। সম্প্রতি এক সভাতেও বৈশ্বিকভাবে স্বনামধন্য নিরীক্ষক প্রতিষ্ঠান নিয়োগের বিষয়ে আলোচনা হয় বলে জানান বাংলাদেশ ব্যাংকের এক বোর্ড সদস্য। যদিও এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। দীর্ঘদিন ধরেই খেলাপি ঋণের উচ্চ হার, একের পর এক ঋণ জালিয়াতিতে দুর্দশাগ্রস্ত বাংলাদেশের ব্যাংকখাত। গত অক্টোবরে যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর অভিযোগ করেন, শেখ হাসিনার সময়ে দেশের ব্যাংকখাত থেকে অন্তত ১৭ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে। এদিকে, বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্রে ব্যাংকখাতকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640