1. nannunews7@gmail.com : admin :
February 5, 2025, 4:45 pm

শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে ইবি কর্তৃপক্ষের কর্মসূচি গ্রহণ

  • প্রকাশিত সময় Wednesday, December 11, 2024
  • 39 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কর্তৃপক্ষ নানা কর্মসূচি গ্রহণ করেছেন। কর্মসূচির অংশ হিসেবে ১৩ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহিদ বুদ্ধিজীবী এবং মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহিদদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে পবিত্র কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় প্রশাসন ভবনের সামনে এবং হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হবে। পতাকা উত্তোলনের পর প্রশাসন ভবনের সামনের চত্বর হতে এক শোক র‌্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ স্মৃতিসৌধ চত্বরে সমবেত হবে। শহিদ স্মৃতিসৌধে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাঁর সাথে থাকবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমিতি, অনুষদ, হল, বিভাগ, পরিষদ, ফোরাম, ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিকÑসাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে সুশৃঙ্খলভাবে শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় প্রশাসন ভবনের সামনে এবং হলসমূহে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হবে। প্রশাসন ভবনের সামনের চত্বরে বিএনসিসি কর্তৃক প্রদত্ত গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করবেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী। ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এসময় তাঁদের সাথে থাকবেন। সকাল ১০.১৫ টায় প্রশাসন ভবনের সামনের চত্বরে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিনব্যাপি কর্মসূচির উদ্বোধনের পর এক আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘মুক্ত বাংলা’য় সমবেত হবে। মহান মুক্তিযুদ্ধে বীর শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমে ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ‘মুক্ত বাংলা’য় পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমিতি, অনুষদ, হল, বিভাগ, পরিষদ, ফোরাম, ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে ‘মুক্ত বাংলা’য় সুশৃঙ্খলভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এরপর শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তরে ভাইস চ্যান্সেলর পুষ্পস্তবক অর্পণ করবেন। ‘মুক্ত বাংলা’ ও ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধা নিবেদনকালে প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার তাঁর সাথে থাকবেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ ও জিমনেশিয়ামে প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বাদ যোহর কেন্দ্রীয় মসজিদ, আবাসিক এলাকার মসজিদ ও সকল হল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ও ১৬ ডিসেম্বর (২দিন) প্রধান গেট, প্রশাসন ভবন, ‘মুক্ত বাংলা’, ডায়না চত্বর, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্থাপিত ভিত্তিপ্রস্তর ও ভিসি বাংলো আলোকসজ্জিত করা হবে।
শহিদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গৃহীত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
গাড়ীর সময়সূচি-১৪ ও ১৬ ডিসেম্বর সকাল ৮.৩০ টায় কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকুপা হতে বাসসমূহ নির্ধারিত রুটে ক্যাম্পাসে আসবে এবং অনুষ্ঠান শেষে ক্যাম্পাস ছেড়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640