পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ
যে কোন সময় প্রাণহানির ঘটনার আশংকা
কাগজ প্রতিবেদক ॥ সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত দাদাপুর সড়ক পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের প্রধান গেট ও পেছনের গেটে স্থানীয় একটি কিশোর গ্রুপ সম্প্রতি উৎপাত শুরু করেছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে।
জানা যায়, ৫ আগষ্টে ছাত্র-জনতার আন্দোলনের পর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের কতিপয় ছাত্রদের পরোক্ষ-প্রত্যক্ষ্য মদদে শহর ও শহরতলীর বিভিন্ন এলাকা থেকে আগত একটি কিশোর গ্যাং সেখানে স্থায়ীভাবে অবস্থান নিয়ে স্কুল গামী ছাত্র-ছাত্রীদের নানা ভাবে উত্যক্ত শুরু করেছে। একটি দায়িত্বশীল সুত্র জানিয়েছে, স্কুলের দশম শ্রেনীর ছাত্র‘ নামের অধ্যাক্ষর, স, ল, আ’র প্রত্যক্ষ মদদে স্থানীয় কতিপয় কিশোর ৬ষ্ঠ শ্রেনী থেকে দশম শ্রেনী পর্যন্ত ছাত্রীদের নানা ভাবে বিরক্ত করে থাকে। কৌশলে মোবাইল নম্বর কালেকশন, এর পর ছবি, শ্রেনী, বাড়ীর অবস্থান জেনে ওই গ্যাংটি তার পেছন নেয়। এর মধ্যে স্কুল গেটের ঠিক সামনে‘ রিলাক্স জেন্টস্ পার্লার, তারাই খরিদ্দার, তারই দোকানদার সেজে বসে থাকে কখন স্কুল ছুটি হয়, কোচিং যায় ছাত্র-ছাত্রীরা অবস্থা বুঝে কেউ পালসার বাইক, কেউ এফ-৫, বাইক নিয়ে রানিং’র উপর থাকে যাতে কোন অপকর্ম করে দ্রুত পালিয়ে যায়। এর মধ্যে অনেক ছাত্রীরা তাদের ফাঁদে পা দিয়ে জড়িয়ে পড়ে হৃদয় দেয়া-নেয়ায়। কিশোর গ্যাংয়ের গ্রুপের সাথে জড়িত নাম প্রকাশে এক কিশোর জানান, তাদের গ্রুপে হাউজিং, পুর্ব মজমপুর, কমলাপুর, আলফামোড়, হাজী গলির ছেলেরাসহ বিভিন্ন এলাকার ছেলেরা রয়েছে। অনেকে আছে কোন স্কুলেই পড়ে না তারাও এ গ্রুপে আছে। ওই সদস্য আরও জানায়, ইতিমধ্যে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। কিছুদিন আগে পুলিশ লাইন স্কুল এন্ড কলেজে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্কুলের অধ্যক্ষ ও সহকারী অধ্যক্ষ শাহ জালালের অপসারণ চেয়ে ছাত্র-ছাত্রীরা রাস্তা অবরোধ করে। পরবর্তিতে পুলিশ সুপারের হস্তক্ষেপে তার নিষ্পত্তি হয়। এ কাজটির সাথে বিদ্যালয়ের মেধাবী, প্রকৃত ছাত্র-ছাত্রীদের কোন সম্পকৃক্ততা ছিল না বলে ওই সুত্রটি দাবী করেছে। গ্রুপে কোন সাধারণ ছাত্র যেতে না চাইলে তাকে অনেক ভয়ভীতি প্রয়োজনে গোপনে মারপিট করে তাকে দলে আনা হয় বলেও অভিযোগ রয়েছে। সুত্রটি আরও জানায়, বিদ্যালয়ের গেটের সামনে মুদি দোকানের গলির মধ্যে এ দলের একজন সক্রিয় সদস্যের বসবাস সে মুলত নামে ছাত্র তার রয়েছে বিশাল নেটওয়ার্ক, সম্প্রতি ওই সদস্যটি একটি মেয়েকে উত্যক্তের অপরাধে তার অভিভাবকের হাতে মারপিটও খেয়েছে। এ ছাড়া বায়তুল জান্নাত জামে মসজিদ সড়কের শিরোপা ডেভেলপমেন্ট এনজিও অফিস ছেড়ে , শাহীনের বাড়ীর পুর্ব পাশের গলিতে বালির গাদির পাশে ছোট্র মুদি দোকানেও বেশ কিছু সদস্যদের গোপন আস্তানা। ওই দোকানের ভেতরে রয়েছে নিরাপদ সিগারেটসহ নানা কিছু খাওয়ার জায়গা। এর পর দোকানের পাশেই বালির গাদায় রয়েছে একটি খুপরি ঘর যার মধ্যে দিনে-রাতে বেশির ভাগ সময়ই অপরিচিত কিশোরদের আড্ডা দেখা যায়। কখনও কখনও দেখা যায় এক সঙ্গে অনেক যুবক সেখান থেকে বেরিয়ে স্কুল গেটের দিকে যাচ্ছে। এলাকাবাসী জানিয়েছে, এমন বেপরোয়া কিশোর গ্যাং’র উৎপাত বৃদ্ধি হতে থাকলে যে কোন সময় এখানে বড় ধরণের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শেহাবুর রহমান জানান, আমাদের কাছে খবর আছে। আমরা গোপনে তদন্ত চালাচ্ছি। কিছুদিনের মধ্যেই পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ গেটে অভিযান চালানো হবে। তবে এলাকাবাসী বলছে, গেটের সামনে ওই সেলুনসহ কয়েকটি দোকানের মালিককে কঠোরভাবে বিধি নিষিধ দিলে গ্রুপের সদস্যরা কেউ সেখানে প্রশ্রয় পাবে না। অপরদিকে এলাকায় কোন প্রাণহানি ঘটনা ঘটার আগে এলাকাবাসী স্থায়ীভাবে এর একটা সমাধান চেয়ে জেলা পুলিশ সুপারের দৃস্টি আকর্ষণ করেছেন।
Leave a Reply