কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া ব্লাইন্ড এন্ড পারশ্যালী সাইটেড ফাউন্ডেশনের বিরুদ্ধে বিভিন্ন মহাবিদ্যালয় হতে দৃষ্টিহীনদের কল্যাণ, প্রশিক্ষণ এবং দক্ষকতা উন্নয়নের কথা বলে ফাউন্ডেশনের রাজু আহমেদের ব্যক্তিগত বিকাশ নম্বরে অর্থ উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, নিবন্ধনহীন এই প্রতিষ্ঠানটি কুষ্টিয়া পিটিআই রোডের আব্দুর রহিম সড়কের ‘ খান মঞ্জিলে অফিস খুলে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে। সুত্রটি জানায়, দৃষ্টিহীন ব্যক্তিরা সমাজের একজন অসহায় ব্যক্তি তাদের নাম করে নিজম্ব বিকাশ নম্বরে বিভিন্ন মহা বিদ্যালয় থেকে টাকা উত্তোলন এক ধরণের অনৈতিক কাজ এ কাজকে কোন ভাবেই মেনে নেয়া যায়নি। সুত্রটি আরও জানিয়েছে, কুষ্টিয়ায় ফাউন্ডেশনের অফিস এন্ড ট্রেনিং সেন্টার নাম দিয়ে যে সাইন বোর্ডটি দেয়া হয়েছে সেটিও প্রতারণা করা হচ্ছে। কেননা প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের জন্য যে ধরণের সার্পোট লাগে তা তাদের নেই। একটি নিবন্ধনহীন ভুয়া প্রতিষ্ঠান বানিয়ে কুষ্টিয়া এলাকায় দৃষ্টিহীনদের সাথে প্রতারণা এবং সমাজে দৃষ্টিহীনদের সম্পর্কে রিউমার্ক ছড়ানো হচ্ছে যা আগামীতে দৃষ্টিহীনদের পুর্ণবাসন, সহায়তা, শিক্ষামুলক কর্মকান্ডে বাধা অন্তরায় হয়ে দাঁড়াবে। এ ব্যাপারে ফাউন্ডেশনের রাজু আহমেদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তার প্রতিষ্ঠানের কোন নিবন্ধন নেই শিকার করে বলেন, সম্প্রতি একজন দৃষ্টিপ্রতিবন্ধী মো: রাজু আহমেদ (এন আইডি নং-৬০০৬৬২৮৮১৯) কোন রকম কার্যক্রম না থাকা সত্ত্বেও বিনা নিবন্ধন এবং কার্যকরী পরিষদ ব্যতিরেকে ইউনিটি ব্লাইন্ড এন্ড পারশ্যালী সাইটেড ফাউন্ডেশন নামক একটি সংস্থা প্রতিষ্ঠা করেছে। যার ঠিকানা ফাউন্ডেশন অফিস এন্ড ট্রেনিং সেন্টার : হোল্ডিং নং-১১৯৬৫, খান মঞ্জিল, আব্দুর রহিম সড়ক, পিটিআই রোড, কুষ্টিয়া-৭০০০, মোবাইল-০১৩১৬-০০৯৭৫৪, ইমেইল-ঁনঢ়ভড়ঁহফধঃরড়হনফ@ মসধরষ.পড়স সে সংস্থার মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ, প্রশিক্ষণ, দক্ষতা, জীবনমান উন্নয়নের নাম করে বিভিন্ন মহাবিদ্যালয় হতে ব্যক্তিগত বিকাশ নাম্বারের (০১৯৪২০৫০৯৬৩) মাধ্যমে অবৈধভাবে অর্থ সংগ্রহ করছে যার প্রমানপত্র সংযুক্ত। তার এমন কর্মকান্ড সম্পূর্ণ দৃষ্টিহীন ও দৃষ্টিপ্রতিবন্ধী সমাজের জন্য অত্যন্ত অপমান জনক ও
Leave a Reply