আলমডাঙ্গা ব্যুরো ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার নিয়মিত রুকন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৭টার সময় আল আমিন সোসাইটি মাদ্রাসায় এ রোকন বৈঠক অনুষ্ঠিত হয?। এ বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মোঃ শফিউল আলম বকুল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা সহকারি সেক্রেটারি এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
উক্ত বৈঠকে প্রধান অতিথি রুকনদের ব্যক্তিগত রিপোর্ট পর্যালোচনার মাধ্যমে নিজের মান আরো বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এর জন্য নিয়মিত কুরআন, হাদিস ও ইসলামি সাহিত্য অধ্যয়ন করার নির্দেশনা দেন। তিনি আরো বলেন” যে পাড়া-মহল্লায় জামায়াতে ইসলামীর দাওয়াত এখনও পৌছায়নি সেখানে দাওয়াতি কাজের মাধ্যমে সংগঠন প্রতিষ্ঠার সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে”।
রোকন বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নায?েবে আমির ইউসুফ আলী, সেক্রেটারি মুহা. মামুন রেজা, সহকারি সেক্রেটারি বিলাল হোসাইন ও তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রফিকুল ইসলামসহ উপজেলা শাখার সকল রুকনগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply