রোটারি ক্লাব অব কুষ্টিয়ার ৩৯৬তম নিয়মিত সভা ক্লাবের সভাপতি কে এম রুয়াইম রাব্বির সভাপতিত্বে গতকাল সন্ধ্যায় সানআপ স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়। রোটারি প্রত্যয় পাঠ করেন সার্জেন্ট-এট-আর্মস রোটাঃ মোঃ ফখরুল আলম মিলন। ক্লাবের সেক্রেটারি সাব্বির আল আনছারী তার রিপোর্ট দেন। ক্লাব ট্রেইনার মোঃ ওবাইদুর রহমান ক্লাবের প্রাক্তন সভাপতি রোটাঃ আকাম উদ্দীনের স্ত্রী মাজেদা খাতুনের ৩য় মৃত্যুবার্ষিকী ও রোটাঃ এস এম সালাউদ্দিন কাদের শিমনের সুস্থতা কামনা করে মুনাজাত করেন।র্যাফেল ড্র পুরস্কার পান পার্টনার-ইন-সার্ভিস ডাইরেক্টর রোটাঃ আকাম উদ্দীন ও সার্ভিস প্রজেক্ট কমিটির চেয়ারম্যান রোটাঃ জাহিদ চৌধুরী। বক্তব্য রাখেন চার্টার সেক্রেটারি রোটাঃ ফরহাদ আলী খান, রোটাঃ হাজী মোঃ রফিকুল আলম টুকু, রোটাঃ প্রফেসর অজয় মৈত্র, রোটাঃ গোপা সরকার, রোটাঃ জেসমিন হোসেন মিনি প্রমুখ। ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট রোটাঃ হাজী মোঃ রফিকুল আলম টুকু, রোটাঃ মোঃ ফখরুল আলম মিলন ও রোটাঃ প্রফেসর অজয় মৈত্রের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply