1. nannunews7@gmail.com : admin :
December 22, 2024, 2:31 am
শিরোনাম :
পাকিস্তানি চিনি, আলুসহ শিল্পের কাঁচামাল নিয়ে এলো সেই জাহাজ আলমডাঙ্গায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবীতে সর্বস্তরের মানুষের মানব বন্ধন কর্মসুচি পালিত আলমডাঙ্গায় এসএসসি ৮৮ ব্যাচের বন্ধুদের মিলন মেলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ ভেড়ামারায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি নারী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার রাতের আঁধারে গাছ কর্তনের দায়ে অবশেষে করাতকল মালিককে প্রধান আসামি করে মামলা দুর্নীতিবিরোধী শিক্ষা পরিবার থেকে নিতে হবে, তরুনদের ঐক্য ও এক থাকতে হবে সনাকের অভিজ্ঞতা বিনিময় সভায় বক্তারা কুষ্টিয়ায় ট্রাক ও নছিমন সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত কুমারখালীতে ভাইয়ের আঘাতে ভাই খুন এক নজরে কচু চাষ

একজন সু-শিক্ষিত শিক্ষক ছিলেন অধ্যাপক আবু জাফর

  • প্রকাশিত সময় Friday, December 6, 2024
  • 41 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ সাল টা সম্ভবত ১৯৯১। আমরা তখন কুষ্টিয়া সরকারী কলেজের এইচ, এস, সি মানবিক শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র। চলছে ফাইনাল পরীক্ষা। কলেজের ২১৪ নং কক্ষ (পুরাতন একাডেমীক ভবনের নিচ তলায় ডান পাশে) তখন এ কক্ষের সামনে এমন অগ্রহায়নের সবুজ ধানে ভরে উঠতো। তিন ফসলের মাঠ ছিল সেটি। পরীক্ষা শুরু হয়েছিল সেপ্টেম্বরে। সেদিন ছিল অর্থনীতি  পরীক্ষা। প্রশ্ন বেশ কড়া হয়েছিল। আমরাও খুব চিন্তায় ছিলাম। এর মধ্যে হটাৎ সামনের দিকে তাকিয়ে দেখি কালো ø্যাক বোর্ডের সামনে ইতিহাসের ফারুক স্যারের সাথে (পরে এসেছেন) অধ্যাপক আবু জাফর স্যার, তাদের দুজনের এক সাথে আমাদের পরীক্ষার ডিউটি পড়েছিল। পরীক্ষা শুরুতে ছেলে-মেয়েদের কিছুটা কোলাহল ছিল। তার পর নিশ্চুপ হয়ে গেল পুরো কক্ষ। ফারুক স্যার ক্লাসে যেমন-তেমন থাকলেও পরীক্ষার হলে খুব কড়া ছিলেন। আমরাতো প্রশ্ন হাতে নিয়ে ভাবছি আগে কোনটি শুরু করবো পৌরনীতি না অর্থনীতি। এদিক-ওদিক তাকাচ্ছি। সহৃদের সহায়তা কামনা করছি। কিন্তু সামনে দুই স্যারের কড়া পাহারায় তা আর সাহস হচ্ছে না। এর মধ্যে আকাশজুড়ে কালোমেঘে ছেয়ে গেল। কিছুক্ষণ পর বর্ষণ। সেই বর্ষণ। সামনে মাঠে ধানের ক্ষেতে বৃষ্টির ফোটায় ধানগাছগুলো দোলা খাচ্ছে। পরীক্ষা শুরুর মাত্র ৩০ মিনিট পর কি একটা জরুরী কলে ফারুক স্যার চলে গেলেন। থাকলেন, আবু জাফর স্যার, বৃষ্টির মাত্রা যতই বাড়ছে, স্যার ততই কক্ষের মানে বারান্দায় পাঁয়চারীর বাড়িয়ে দিচ্ছেন, মুখ দিয়ে কি যেন বিড় বিড় করে বলছেন। আমার পাশে এক বন্ধু বলে উঠলো, বৃষ্টি ভালো সময়ই এসেছে, স্যারকে ধরেছে, স্যার মনে মনে এবার হয় কবিতা, নয়তো গান রচনা করছেন, আসলে হলো তাই। স্যার বারান্দায় দাঁড়িয়ে অঝরো বৃষ্টি অবলোকন করতে লাগলেন। তবে মাঝে মধ্যে কক্ষের মধ্যে প্রবেশ করে, এমন ভাবে বলছেন, আমি একা তোমাদের অভিবাবক আজকে। সাবধান, কেউ দেখা-দেখি করো না, দেখা-দেখি করে নিজের পরিপুর্ণ জীবন গড়া যায় না। বাকিটা তোমাদের উপর ছেড়ে দিলাম। তবে স্যারের এমন বাক্যে ভালো ছাত্র-ছাত্রীরা একটু সুবোধ হয়ে নিজ মনে লিখতে লাগলো। আর ফাঁকিবাজদের কথা না বলাই ভালো। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ১৫ মিনিট আগে ফারুক স্যার কক্ষে ফিরে আসলেন, ততক্ষণে দেশ স্বাধীন হয়ে গেছে। স্যার বারান্দা থেকে দ্রুত এসে বললেন, স্যার ওই পাশ থেকে খাতা সাইন করুন, আমি এ পাশ থেকে শুরু করছি, বলেই আমাদের পরীক্ষার খাতায় স্বাক্ষর শুরু করলেন, মাঝে-মধ্যে জিজ্ঞেস করছেন, কেমন হলো পরীক্ষা। তিনি আমাদের বাংলা দ্বিতীয় পত্রের, কবি জসিম উদ্দিন রচিত, নিমন্ত্রণ’ কবিতা পড়াতেন। কলেজে যখন যে সময় তার ক্লাস থাকতো। ঠিক তার মিনিট পাঁচেক আগে ব্রীফকেস হাতে, বেশির ভাগ সময়ে ঘি রংয়ের, কখনও অ্যাশ রংয়ের সাফারি, চকচকে জুতো, চোখে চশমা পরিহিত অবস্থায় আসতেন। দুর থেকে হটাৎ কেউ দেখলে মনে করবেন, কোন এয়ারপোর্ট থেকে কেউ আসছেন,। এত মার্জিত, চাল-চলন ছিল তাঁর। ব্রীফ কেস যেদিন হাতে নিয়ে আসতেন সেদিন আমরা ধরেই নিতাম স্যার ক্লাস শেষ করে ঢাকা যাবেন। তাই সকালে একদম রেডি হয়ে এসেছেন। অবশ্য ক্লাসে প্রবেশের আগে পিওন ডেকে ব্রীফকেসটি শিক্ষক মিলনায়তনে পাঠিয়ে দিতেন। কোন দিন ক্লাসে কোন ছাত্র-ছাত্রীকে খুব উচ্চস্বরে কিছু বলতে শোনা যায়নি। তার শিক্ষকতা ছিল অত্যান্ত বিনয়ী এবং স্বভাব-সুলভ। তবে যতটুকো পড়াতেন, হৃদয়মুগ্ধ করার মত। তার লেকচার শুরু হলে ছেলে-মেয়েরা কথা বলা বন্ধ করে দিতো। স্যারকে নিয়ে আমার কলেজ জীবনের অভিজ্ঞতা কারো মনে থাকলেও থাকতে পারে। এইচ, এস, সি শেষ করে আমি যখন ¯œাতক শ্রেনীর ছাত্র আমার খুব মনে পড়ে বাংলা ১৪শ সাল উপলক্ষ্যে নববর্ষ উদযাপন করতে দেশব্যাপী সরকারী ভাবে বেশ আড়ম্বর উদ্যোগ নেয়া হয়েছিল। আমি তখন, চিত্রবাংলা আর আজকের কাগজে লেখালেখি করি। সে সময়ে আজকের কাগজের স্টাফ রিপোর্টার শাহ আরিফ নিশির। বাংলা ১৪ শ সাল উদযাপনে আজকের কাগজ ঢাকা জিগাতলায় বিশাল মঞ্চ করে সেখানে সারাদেশের বিখ্যাত শিল্পীদের অংশগ্রহনে গান, কবিতা পাঠের আয়োজন করে। প্রতি জেলা প্রতিনিধিদের উপর দায়িত্ব পড়লো কার জেলা কোন গান, কোন জাতীয় শিল্পীর জেলা। সেটা পালাগান, লালন গীতি, লোকগীতি যেটাই হোক না কেন সেই শিল্পীকে ওই অনুষ্ঠানে তাকে আনতেই হবে। স্বাভাবিক ভাবে লালন গীতির জন্য কুষ্টিয়া বিখ্যাত। লালন গীতির শিল্পী, ফরিদা পারভিন। তিনি তো কুষ্টিয়ার মানুষ। পরে অফিস জেনে গেল ফরিদা পারভিন আমাদের স্যার আবু জাফরের সহধর্মীনি। আজকের কাগজের তৎকালীন বার্তা সম্পাদক রেজা আরেফিন, শাহ আরিফ নিশিরকে আমার সামনে বলেই ফেললেন, আরে তোমার কাছে দুই মানিক, আবু জাফর, ফরিদা পারভিন। কেননা আবু জাফর স্যার, এই পদ্মা, এই মেঘনা ও তোমরা ভুলেই গেছ মল্লিকাদের নাম, গানের রচয়িতা দুটি গানই জাতীয়ভাবে বিখ্যাত। তিনি বললেন, সম্পাদক কাজী শাহেদ সাহেব, তাদের দ্বৈতকন্ঠে গান শুনতে চেয়েছেন। আরিফ তোমাকে যেভাবেই হউক তাদের দুজনকে আনতেই হবে। তখন যমুনা সেতু হয়নি। ঝিনাইদহ-মাগুড়া হয়ে ফেরিতে করে ঢাকায় যেতে হতো। কুষ্টিয়ায় ফিরে আরিফের তো ঘুম নেই। জাফর স্যার তো খুব কড়া। এখন গান-বাজনা ছেড়েই দিয়েছেন শুনেছি। উনিকি রাজি হবেন এই চিন্তায়। আরিফকে আমি কিছুটা সাহস দিলাম, বললাম, জাফর স্যার, আমার স্যার,। বললাম চলো যাই। একদিন রাতে খবর নিয়ে বনফুড বেকারীর পেছনে ওই লাল রংয়ের বাড়ীতে আমরা দুজেন গেলাম। প্রথমে ফরিদা পারভিনের সাথে স্বাক্ষাত করে বিস্তারিত জানানালাম। সব শুনে ফরিদা ম্যাডাম বললেন, উনি তো গান-বাজনায় যেতে চায় না। খুব অনুরোধ করার পর উনি (ফরিদা পারভিন) নিজেই বললেন, তোমরা যাও আমি দেখছি। পরে নিশিরকে ল্যান্ড ফোনে দুই দিন পর ফরিদা ম্যাডাম জানান, স্যার রাজি হয়েছেন। তবে কিভাবে নিয়ে যাবা সেটা জানতে চায়। আমরা পদ্মা ফটো স্ট্যাটের টিপু ভাই’র একদম ব্র্যান্ড নিউ দুটি মাইক্রো নিয়ে স্যারকে দেখাতে গেলাম তার বাড়ীতে। মাইক্রো দেখে স্যার বলে উঠলেন, আরে এত সব আয়েজন কেন। আমরাতো বাসেই যেতে পারতাম। অবশ্য স্যার যেতেনও তাই। আমরাই তার সম্মানে মাইক্রোর ব্যবস্থা করেছিলাম। শেষ পর্যন্ত স্যার, ১৪শ বাংলা নববর্ষ উপলক্ষ্যে আজকের কাগজের আয়োজনে জিগা তলায় আয়োজিত অনুষ্ঠানে কথা ছিল মাত্র ২টি গান গাইবেন তারা। তাদের প্রতি মানুষের ভালো বাসা দেখে, দ্বৈত কন্ঠে দুজনে তিনটি, স্যার নিজে একটি এবং ফরিদা পারভিন প্রায় ৪টি লালন সংগীত পরিবেশন করে দর্শক মুগ্ধ করেছিলেন। এমন ছিল স্যারের ভদ্রতা, মানুষের প্রতি ভালোবাসা। তিনি মানুষকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসতেন যা বাইরে থেকে বোঝা যেত না। সরকারী কলেজের শিক্ষকতার জীবনে বাংলা বিভাগে অনেক খ্যাতিমান ব্যক্তির সাথে শিক্ষকতা করেছেন। আবু হেনা মোস্তাফা কামাল থেকে শুরু করে অনেক খ্যাতিমান লেখক, কবি, সাহিত্যিকের সাথে তার নিবিড় সম্পর্ক ছিল। নিজে একজন বিখ্যাত রচয়িতা। কিন্তু কখনও ও ভাবে পরিচয় দিতেন না।
আবু জাফর স্যার জীবনের একটি সময়ে উলবদ্ধি করেছিলেন, জাগতিক জীবনের সকল সুখ, দুঃখ, বিত্ত, বৈভব, কিছুই না। মহান রাব্বুল আলামিনকে যদি রাজী-খুশি না করা যায় তা হলে জীবনের কোন দাম নেই। তাঁর বিভিন্ন লেখায় তার প্রতিচ্ছবি ফুটে উঠেছে।, ২০০৩ সালে জানুয়ারী মাসে আমার আরেক শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর আবুর আহসান চৌধুরীর পঞ্চাশ বছর পুর্তি উপলক্ষ্যে, প্রকাশিত গ্রন্থ ‘সুবর্ণ রেখার আল্পনা, গ্রন্থ্য প্রকাশিত হয়। ওই গ্রন্থে এপার বাংলার ও পার বাংলার প্রায় শতাধিক কবি, লেখক গবেষকদের লেখায় সমৃদ্ধ ছিল। তাই গ্রন্থটিকে বলা যায় একটি পুর্ণাঙ্গ জ্ঞানার্জনের গ্রন্থ। এ গ্রন্থে, ১১৫ থেকে ১১৮ পাতায় অধ্যাপক আবু জাফরের ডক্টর চৌধুরীকে নিয়ে লেখা, ‘ ‘প্রিয়জনকে নিয়ে দুঃখ-সুখের কিছু কথা ও উপকথা’ লেখায় বলেছেন, ডক্টর চৌধুরীকে নিয়ে আমার (স্যারের) নিজের মধ্যে অপরিহার্য কিছু কষ্ট আছে। তিনি তাঁর শক্তি ও সাহস মেধা ও যোগ্যতা নিয়ে তার নিজস্ব ক্ষেত্রে প্রভ’ত কামিয়াবি লাভ করেছেন: আশা করি তাঁর এই সাফল্যের গতি আমৃত্যৃ অবাধ ও অব্যাহত থাকবে। এটা আনন্দের কথা। কিন্তু আমার কষ্টটা হলো, এমন একটি মেধাবী পরিচ্ছন্ন মানুষ আখেরাত সম্পর্কে বড় উদাসীন। তিনি অনেকের মতো নাস্তিকতা ও মুশরীকি-চেতনাকে প্রিয় জ্ঞান করেন না সত্য: এবং এটাও সত্য যে, সেই সকল অপরিণামদর্শী বুদ্ধিজীবির দলভুক্ত নন,। পরের অংশে বলেছেন, লোকে মৌলবাদী বলুক আর ধর্মান্ধই বলুক, আমি যা বলতে চেয়েছি এবং আমি যা আন্তরিকভাবে কামনা করি তা হলো, আমি আবুল আহসানকে ভালোবাসি, আমি ইসলামকে ভালোবাসি: আমার এই দুই ভালোবাসাকে আল্রাহপাক এক মোহনায় মিলিয়ে দিন। আমি চাই, শুধু পৃথিবী নয়, এই পৃথিবীর অন্যপারে অন্য এক অনন্ত পৃথিবীর দিকেও ড. আবুল আহসান চৌধুরীর সজাগ অন্তদৃষ্টি নিবদ্ধ হোক, প্রসারিত হোক।
আমার লেখার শিরোনামে‘ একজন সু-শিক্ষিত শিক্ষক বলতে স্যারকে সম্মান করে বলেছি, কাউকে ছোট করার জন্য নয়। কেননা অধ্যাপক আবু জাফর যা শিখেছেন, যা অর্জন করেছেন তা তাঁর কর্মজীবনে বাস্তবায়ন করেছেন। এবং অত্যান্ত দক্ষতার সাথে তার কার্য সম্পাদন করেছেন। এ জন্যই তাঁকে একজন সু-শিক্ষিক শিক্ষক হিসেবে অবিহিত করেছি।
স্যার আবু জাফর চলে গেলেন। থেকে গেল একজন ভালোলাগার মানুষকে নিয়ে তাঁর অন্তদৃষ্টি সম্পন্ন চেতনাবোধ। তিনি একজন মানুষকে কতটুকো অন্তর দিয়ে উপলব্ধি করতেন, কতটুকো ভালোবাসতেন, তা ডক্টর চৌধুরীকে নিয়ে ওই লেখায় স্পষ্ট হয়ে উঠেছে।
অধ্যাপক আবু জাফর ইচ্ছে করলে বাংলা গান রচনা করে আরও বিখ্যাত হতে পারতেন, তাঁর রচিত বিখ্যাত, এই পদ্মা এই মেঘনা, এই যমুনা ও তোমরা ভুলেই গেছ মল্লিাদের নাম’ গানগুলি বাংলা আধুনিক ও দেশাত্ববোধক গানের জগতে এক অবিস্মরণীয় গান। এই গানগুলো বিশ্লেষণ করলেই বোঝা যায়, অধ্যাপক আবু জাফর তাঁর দেশ ও তার ভাষাকে কতটুকো ভালোবাসতেন, কতটুকো হৃদয় দিয়ে অনুধাবন করতেন। তা কল্পনাতীত।
তবে যুগে যুগে মেধাবীরা এভাবেই আসে। আবার চলে যান তাদের কৃত্বিত রেখে। এর মধ্যে অনেকেই তাদের কৃতিত্ব নিয়ে বিত্ত-বৈভব, অর্থ কামায়। আবার কেউ নিজের মেধা, জ্ঞান ও কৃতিত্বকে জীবনের একটি সময়ে এসে সৃষ্টিকর্তার কাছে সমপর্ণ করেন। ভুলে যান তার অতীতের সব ফেক জ্ঞান, মেধা, অভিজ্ঞতাকে। অধ্যাপক আবু জাফর তাদের মধ্যে অন্যতম। আমাদের জাগতিক জীবনে সাহিত্য, গান রচনায় তিনি এক অন্যন্য হলেও তিনি নিজেকে মনে করেছেন ওগুলো ছিল তার ভুল ভাবনা। আসল ভাবনা মহান আল্লাহর নৈকট্য লাভ, তাঁর কাছে নিজেকে সমর্পণ করা। মহান রাব্বুল আলামিন স্যারকে বেহেশত নসিব করুন, আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640