কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ জুয়েল রানা নামের এক সন্ত্রাসীকে আটক করেছে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়ান এর সদস্যরা। কুষ্টিয়া বিজিবি সেক্টরে ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্লেন মোঃ মাহাবুব মুর্শেদ রহমান সাংবাদিকদের বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে সহকারি পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে চরচিলমারি বিওপির টহল দল ডিগ্রিরচর নামকস্থানে অভিযান চালিয়ে জুয়েল রানাকে আটক করে। এ সময় তার কাছ থেকে পিস্তল, গুলি ও ম্যাগাজিন পাওয়া গেছে, যার আনুমানিক সিজার মূল্য এক লক্ষ, বিশ হাজার টাকা। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ধৃত জুয়েল রানা দৌলতপুর উপজেলার ডিগ্রিরচর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
Leave a Reply