1. nannunews7@gmail.com : admin :
February 5, 2025, 5:07 pm

ভেড়ামারার ডায়ানমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ এর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র

  • প্রকাশিত সময় Wednesday, December 4, 2024
  • 14 বার পড়া হয়েছে

ওলি ইসলাম, ভেড়ামারা থেকে ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে ঠুনকো অজুহাতে ভেড়ামারা উপজেলা শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদকে জড়িয়ে তার বিরুদ্ধে নানা ধরনের বিষোদগার করা হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে একটি কুচক্রী মহল ঘোলা পানিতে মাছ শিকারের উদ্দেশ্যে নানা ধরনের রংচং মাখিয়ে প্রোপাগান্ডা ছড়িয়ে বিভিন্ন সময়ে সড়ক অবরোধ সহ নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে। রেজিস্ট্রেশন বাতিল ও কারিগরি পরীক্ষা কেন্দ্রের অজুহাতে তার উপরে ঢালাউভাবে দায়ভার চাপানো হচ্ছে। অথচ ঘটনার চুলচেরা বিচার-বিশ্লেষণ তথা পর্যবেক্ষণে জানা যায় এ বিষয়টির উপড়ে কোনই নিয়ন্ত্রণ নেই এই কর্মকর্তার। সম্প্রতি কোচিং বাণিজ্য সহ নানামুখী এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ও উদ্ভূত পরিস্থিতি অনতিবিলম্বে বন্ধ করবার উদ্যোগ নেবার কারণে সুবিধাভোগী একটি মহল নানা ধরনের ষড?যন্ত্রে মেতে উঠেছে। এ সকল অসৎ উদ্দেশ্যেই ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে । যতদূর পর্যন্ত জানা গেছে বর্তমানে তাকে ব্যক্তিগত আক্রমণের শিকার হতে হচ্ছে। যা উপজেলার শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভেড়ামারা উপজেলার সৎ ও নীতিবান ডায়ানামিক শিক্ষা কর্মকর্তা হওয়ায় তিনি মহল বিশেষের টার্গেটে পরিণত হয়েছেন। সচেতন এলাকাবাসী এবং বিদ্বানুরাগীদের দাবি উর্ধ্বতন কর্তৃপক্ষের উচিত অতিসত্বর গণবিরোধী অন্যায় কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তৎপর হওয়া। সেই সাথে তারা আরো দাবি জানিয়েছেন, প্রশাসন যেন সকল এ উৎপাত বটদাস্ত না করে। সচেতন মহল জানিয়েছেন, কোথাও কোন ঝামেলা হলে সেটা সেই বিভাগের বিষয় কিন্তু এটা নিয়ে সড়ক অবরোধ, সরকারি দপ্তর অবরোধ এগুলো মোটেও কাঙ্ক্ষিত হতে পারে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640