কাগজ প্রতিবেদক ॥ ২০১৪ সালের ৩০ নভেম্বর ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) অভ্যন্তরে সড়ক দুর্ঘটনায় তৌহিদুর রহমান টিটু নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ঘটনা সেসময় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে ও দেশব্যাপী আলোচিত হয়। শিক্ষার্থীদের আগুনে পুড়ে যায় অন্তত ৩৫টি বাস। পরিস্থিতি স্বাভাবিক করতে চার মাস বন্ধ রাখতে হয় বিশ^বিদ্যালয়। বহুল আলোচিত এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের মালিকদের দুই কোটি ৩৪ লাখ টাকা ক্ষতিপূরণ দেয় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এক দশক পেরোলেও নিহত শিক্ষার্থীর পরিবার উল্লেখযোগ্য কোন ক্ষতিপূরণ ও বিচার পায়নি। ওই শিক্ষার্থীর পরিবারকে দেওয়া বিশ^বিদ্যালয় প্রশাসনের প্রতিশ্রুতি পালন করা হয়নি বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা জানান, মৃত্যুর পর পরিবারকে কোন প্রকার আর্থিক সহযোগিতা করা হয়নি। প্রশাসন থেকে পরিবারের একজন সদস্যকে চাকুরি ও ক্যাম্পাসে টিটুর স্মৃতি রক্ষায় একটি ভবনের নামকরণের আশ^াস দেওয়া হলেও তা পূরণ করেনি প্রশাসন। টিটুর এক বোনকে নাম মাত্র বেতনে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সাত বছর হলেও তার চাকরি স্থায়ী করা হয়নি। এতে সন্তান হারানো পরিবারটিকে অবমূল্যায়ন করা হয়েছে বলে উল্লেখ করেন পরিবারের সদস্যরা। টিটুর বাবা মো. আব্দুল আজিজ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেলেঘাট গ্রামের বাসিন্দা। তিনি কৃষি কাজ করে সংসার পরিচালনা করে এলেও বর্তমানে নানা রোগে আক্রান্ত হয়ে কর্ম অক্ষম হয়ে পড়েছেন। চিকিৎসার অর্থ জোগাতে হিমশিম খাওয়া আব্দুল আজিজের জন্য ছোট দুই মেয়ে ও এক ছেলের পড়াশুনার খরচ চালানো দুঃসাধ্য হয়ে পড়েছে। ফলে মানবেতর দিন যাপন করছে পরিবারটি। তারা বিশ^বিদ্যালয় প্রশাসনের কাছে টিটুর বোনের চাকরির স্থায়ীকরণ, আর্থিক ক্ষতিপূরণ ও স্মৃতি রক্ষায় পদক্ষেপ নেওয়ার দাবি জানান। আব্দুল আজিজ বলেন, আমার অনেক আশা ছিল ছেলে বড় হয়ে পরিবারের হাল ধরবে। কিন্তু আমার ছেলের মৃত্যুর ১০ বছর পার হলেও কোন ক্ষতিপূরণ পাইনি। সেই ঘটনার কোন তদন্ত ও বিচারও পাইনি। আমি চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের প্রতিশ্রুতি পূরণ করুক। টিটুর ছোটভাই তারেক আজিজ বলেন, আমরা বিভিন্ন সময়ে বিশ^বিদ্যালয় প্রশাসনের কাছে এসেছি। তারা বারবার আশ^াস দিলেও পদক্ষেপ নেননি। পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় বিগত প্রশাসন কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করেন তিনি। ঘাতক ড্রাইভার জাহিদুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বিগত সময়ের প্রশাসন কী ধরণের আশ^াস দিয়েছে তা আমার জানা নেই। তবে নিহত শিক্ষার্থীর পরিবার যদি প্রশাসনের নিকট সহযোগিতা কামনা করে তাহলে আমরা তাদের সঙ্গে বসবো এবং বিবেচনাপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।
Leave a Reply