বশিরুল আলম, আলমডাঙ্গা থেকে ॥ দর্শনা-মুজিবনগর সড়কে গাছ ফেলে গণডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যরা প্রায় দেড়ঘণ্টা ধরে তান্ডব চালায়। নৈশকোচের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে লুট করে নেয়া হয় নগদ প্রায় দুই লক্ষাধিক টাকা। গতকাল দিনগত রাত ৪ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত দর্শনা-মুজিবনগর সড়কের রামনগর প্রতিবন্ধি স্কুলের কাছে মেহেগুনি গাছ ফেলে ৮/১০ জনের ডাকাত দল এ তান্ডব চালায়। জানা গেছে, কাপার্সডাঙ্গা-ঢাকা-কুয়াকাটা রুটে চলাচলকারী গোল্ডেন লাইন পরিবহনের একটি নৈশকোচ (ঢাকা মেট্রো-ব-১৫-৪৪১০) ও নিউ মডার্ন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৯৫৫৪) এবং বেশ কয়েকটি ইজিবাইক গতিরোধ করা হয়। ডাকাতদলের সদস্যরা মেহেগুনি গাছ ফেলে যানবাহন গতিরোধ করার পর যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে। শুধু দুটি বাসের যাত্রীদের কাছ থেকে নগদ লক্ষাধিক টাকা লুট করে নেয় ডাকাত সদস্যরা। এদের মধ্যে গোল্ডেন লাইন পরিবহনের সুপারভাইজারের নিকট থেকে নগদ ৫ হাজার ৩৪ টাকা ও একজন যাত্রীর নিকট থেকে ৩৫ হাজার নগদ টাকা লুট করে। এছাড়া নিউ মডার্ন বাসের ৫ জন যাত্রীর নিকট থেকে আরও ২০-২৫ হাজার টাকা নিয়েছে বলে বাসের সুপারভাইজার মনির হোসেন জানান। এছাড়া একই স্থানে এক পথচারীর একটি মোটরসাইকেল কেড়ে নিয়েছে বলে স্থানীয় লোকজন জানান। ওই একই সড়কে ৫জন যাত্রীবাহী একটি ভ্যানের যাত্রীদের নিকট থেকে ৪৫ হাজার টাকা নিয়েছে বলে জানান ভ্যানযাত্রী মেহেদী হাসান।এ বিষয় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, ডাকাতির ঘটনা ঘটেনি। তবে গাছ কেটে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় আমাদের টহল পুলিশের উপস্থিতিতে তারা পালিয়ে যায়। পরে রাস্তা থেকে গাছ অপসারণ করলে চলাচল স্বাভাবিক হয়। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।এদিকে, একইদিন রাত ১০টার দিকে দর্শনার পরানপুর-লোকনাথপুর সড়কের ধাপড়ী মাঠের মধ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় চার পথচারীর কাছ থেকে নগদ টাকা, স্মার্ট ফোন, বাইসাইকেলসহ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এর কয়েকঘণ্টা পরই মুজিবনগর সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে।
Leave a Reply