ক্রীড়া প্রতিবেদক ॥জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে পরাজয়ের পর বেশ বিপাকে পড়েছিল পাকিস্তান। অবশেষে শেষ রক্ষা হলো। বাকি দুই ওয়ানডেতে দাপুটে জয়ে সিরিজ নিশ্চিত করলো মোহাম্মদ রিজওয়ানের দল। যেখানে মূল অবদান কামরান গোলামের।
প্রথম ওয়ানডেতে ভালো করতে পারেননি কামরান গোলাম। আর দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সুযোগ মেলেনি। সিরিজ নির্ধারণী ম্যাচে সুযোগ পেয়ে নিজের সামর্থ্যের প্রমাণ রাখলেন কামরান। সিরিজ নিশ্চিতের পাশাপাশি নিজের প্রথম সেঞ্চুরিও পেয়েছেন এই ব্যাটার। ওয়ানডে ফরম্যাটে এটি তার প্রথম পঞ্চাশোর্ধ্ব ইনিংস।
ও লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি তুলে নেন কামরান। ৯৯ বল মোকাবিলায় ১০৩ রান করার পথে ১০ চার ও ৪ ছক্কা হাঁকান তিনি। আঘা সালমানের ৩০ ও তয়াব তাহিরের অপরাজিত ২৯ রানের নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৩০৩ রান।
জবাবে দলীয় ১০ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ে। পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষমেশ ৪০ দশমিক ১ ওভারে ২০৪ রানে অলআউট হয় রোডেশিয়ানরা। ৯৯ রানের এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো পাকিস্তান।পাকিস্তানের হয়ে সাইম আইয়ুব, আবরার আহমেদ, হারিস রউফ ও আমের জামাল দুটি করে উইকেট পান।
Leave a Reply