ক্রীড়া প্রতিবেদক ॥এই মৌসুমে রিয়াল মাদ্রিদের একাদশের সবচেয়ে নির্ভরযোগ্য ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু বড় ম্যাচের আগে চোট নিয়ে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। আজ বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হতে যাওয়া উয়েফা চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ভিনিকে পাচ্ছে না রিয়াল।বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ভিনিসিউস। স্প্যানিশ লিগ লা লিগায় গত রবিবার রাতে লেগানেসের মাঠে ৩-০ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে পুরো সময়ই খেলেন আক্রমণভাগের তারকা ভিনিসিউস জুনিয়র। তবে ম্যাচের পরদিনই তাকে নিয়ে দুঃসংবাদ দেয় রিয়াল মাদ্রিদ।
ভিনিসিউস না থাকায় স্বাভাবিকভাবেই অ্যানফিল্ড স্টেডিয়ামে গিয়ে বড় পরীক্ষায় পড়তে হবে কার্লো আনচেলত্তির দলকে। শুধু লিভারপুল মহারণ-ই নয়, আরও পাঁচ-ছয়টি ম্যাচে মাঠের বাইরে থাকার আশঙ্কা তৈরি হয়েছে ভিনিকে ঘিরে, যা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য বড় ধাক্কা হয়েই এলো।
প্রতিযোগিতার চলতি মৌসুম একমাত্র দল হিসেবে চার ম্যাচের সবকটিতে জিতেছে লিভারপুল। ১২ পয়েন্ট নিয়ে ৩৬ দলের টেবিলের শীর্ষে আছে তারা। অল রেডদের পেছনে আছে স্পোর্টিং লিসবন, এএস মোনাকো, ব্রেস্ট ও ইন্টার মিলান। চারটি দলেরই সংগ্রহ সমান ৯ পয়েন্ট।
অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ নেমে গেছে তালিকার ১৮ নম্বরে। চার ম্যাচে ৬ পয়েন্ট তাদের। রবিন লিগ পর্বে পঞ্চম রাউন্ডে রাতে রয়েছে আরও ৮টি ম্যাচ। ফেভারিটদের মধ্যে রাতে আলাদা আলাদা ম্যাচে মাঠে নামবে জুভেন্টাস ও বরুসিয়া ডর্টমুন্ড।
Leave a Reply