1. nannunews7@gmail.com : admin :
February 5, 2025, 4:49 pm

প্রতিবন্ধীদের পড়াশোনার পরিবেশ নেই কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ে

  • প্রকাশিত সময় Tuesday, November 26, 2024
  • 41 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রতিষ্ঠার ৪৬তম বর্ষে পদার্পণ করেছে গতকাল শুক্রবার। তবে ৪৫ বছর পেরিয়েও প্রতিবন্ধী শিক্ষার্থীবান্ধব হতে পারেনি এই শিক্ষাপ্রতিষ্ঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক আসনে প্রতিবন্ধী শিক্ষার্থী ভর্তি করা হলেও, এখানে তাদের জন্য নেই প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা ও শিক্ষা উপকরণ। ফলে ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।
জানা গেছে, ইবিতে শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত করতে হয় এমন ভবনের সংখ্যা ২০। প্রতিষ্ঠার সময় থেকেই বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থী ভর্তি হলেও ভবনগুলো নির্মাণের সময় তাদের কথা বিবেচনায় রাখা হয়নি। কোনো ভবনেই নেই লিফট ও র‌্যাম্পের ব্যবস্থা। বর্তমানে পুরো বিশ্ববিদ্যালয়ের একটিমাত্র ভবনে লিফট রয়েছে। তবে তা অচল। পরবর্তী সময়ে শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে কয়েকটি একাডেমিক ভবনে শুধু গ্রাউন্ড ফ্লোরে কিছু র‌্যাম্প তৈরি করলেও, সেগুলো এতই খাড়া, প্রতিবন্ধী শিক্ষার্থীরা ব্যবহার করতে পারেন না। তাছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন দরকারে যেতে হয় এমন ভবনগুলো যেমন– প্রশাসনিক ভবন, টিএসসিসি, লাইব্রেরিসহ বিভিন্ন ভবনে কোনো র‌্যাম্পই করা হয়নি। এসব শিক্ষার্থীর সহায়তার জন্য কোনো অফিসিয়াল সহকারীও নেই।
এদিকে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিভাগগুলোতে, এমনকি কেন্দ্রীয় লাইব্রেরিতেও কোনো ব্রেইল সিস্টেম ও অডিও বুকের ব্যবস্থা নেই। ফলে বিভিন্ন সময়ে ভর্তি হওয়া এসব শিক্ষার্থীকে বিড়ম্বনায় পড়তে হয়। ভবনের শৌচাগারগুলোও তাদের ব্যবহারের উপযোগী নয়। হলে সিট পাওয়ার ক্ষেত্রে রয়েছে আরেক ভোগান্তি। প্রতিবন্ধী শিক্ষার্থীদেরও গণরুমের সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে হয়। অসচ্ছল প্রতিবন্ধী শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য ইবিতে কোনো তহবিলের ব্যবস্থা নেই। হুইলচেয়ার ব্যবহার করে চলেন আজিজুন নাহার। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের এই শিক্ষার্থী বলেন, ‘আমার ক্লাস চার তলায়। সবসময় আম্মু সঙ্গে করে আসেন, তাঁর সাহায্যেই কষ্ট করে চার তলায় উঠে ক্লাস করতে হয়। মাঝেমধ্যে আম্মু না এলে বিড়ম্বনায় পড়তে হয়। তখন সহপাঠীদের সহযোগিতা নিই। আর র‌্যাম্প না থাকায় ইচ্ছা থাকলেও লাইব্রেরি, ল্যাবরেটরিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়া সম্ভব হয় না।’
ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সুলতানা রাখি বলেন, ‘প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে তেমন কোনো সুযোগ-সুবিধা নেই বললেই চলে। আমার ক্লাস দ্বিতীয় তলায়। বন্ধুদের সহযোগিতায় নিচে হুইলচেয়ার রেখে হামাগুড়ি দিয়ে সিঁড়ি বেয়ে ক্লাসে যেতে হয়।’এ বিষয়ে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আগে যা করিনি, এখনই তা শুরু করা দরকার। ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এ কে এম শরীফ উদ্দিন জানান, নতুন ভবনগুলোতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য লিফট এবং র‌্যাম্প রাখা হবে। উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয় আর আগের মতো থাকবে না। সব যৌক্তিক সমস্যা সমাধানে আমরা কাজ করছি। শারীরিকভাবে প্রতিবন্ধকতা যাদের আছে, তাদের জন্য বিশেষ সুবিধা ও নারীদের জন্য কমনরুমের সুবিধা নিশ্চিতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640