1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 7:47 pm

হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা অটোরিকশা আপাতত চলবে

  • প্রকাশিত সময় Monday, November 25, 2024
  • 54 বার পড়া হয়েছে

এনএনবি : ঢাকা মহানগর এলাকায় তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তার ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। ফলে অটোরিকশা চলাচলে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৫ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
এর আগে দুপুরে ডিএমপি সদরদপ্তরে অটোরিকশা, অটোভ্যান ও ইজিবাইক চালক এবং ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বৈঠক শেষে তিনি বলেন, অটোরিকশা চলাচলের আমি এখনই কোনো নির্দেশনা দিতে পারবো না। কারণ এ বিষয়ে উচ্চ আদালত রায় দেবেন।
ঢাকা মহানগরে অটোরিকশা চলাচল বন্ধ বা বিধিনিষেধে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে গত ২৭ অক্টোবর হাইকোর্টে রিট করেন প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সম্পাদক মমিন আলী। রিটের পরিপ্রেক্ষিতে গত ১৯ নভেম্বর উচ্চ আদালত অটোরিকশা বন্ধে নির্দেশ দেন। এরপরই বিক্ষোভে নামেন অটোরিকশা চালকরা।
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চালুসহ ১২ দফা দাবিতে গত কয়েকদিন ধরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে আসছিলেন রিকশা চালকেরা। গত শুক্রবারও জুরাইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় টিয়ারশেল।
গত রোববার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅবস্থান কর্মসূচি শুরু করেন অটোরিকশা চালকরা। এতে প্রেস ক্লাবের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই দিন মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক, তিন রাস্তার মোড়, যাত্রাবাড়ী মোড় ও কামরাঙ্গীরচরে শত শত রিকশাচালক অবস্থান নেন। এতে ওইসব সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে অফিস ও কর্মস্থলগামী মানুষ বিপাকে পড়েন।
পরে আলোচনায় সমাধানের আশ্বাসে দুপুরের পর তারা কর্মসূচি স্থগিত করেছেন। এরই ধারাবাহিকতায় সোমবার ডিএমপি কমিনারের সঙ্গে বৈঠক হয়।
ঢাকা মহানগর এলাকার সব সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে গত ১৯ নভেম্বর নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
উচ্চ আদালতের নির্দেশনার আলোকে বিষয়টির সমস্যার সমাধান হবে বলে গতকাল রোববার জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
এদিকে, ঢাকা মহানগরে অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার (২৫ নভেম্বর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে জানা গেছে। এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশের ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640