সকল সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে আমাদের হারানো ঐতিহ্যকে তুলে ধরতে হবে
কাগজ প্রতিবেদক ॥ সাংস্কৃতি ঐক্য কুষ্টিয়া’র নব গঠিত কার্য্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে শপথ গ্রহণ অনুষ্টিত হয়। গতকাল সোমবার সন্ধ্যায় এক অনাড়স্বর অনুষ্ঠানের মাধ্যমে কুষ্টিয়ার আনজুম’স কিচেন,পিয়ারাতলায় শপথ গ্রহণ অনুষ্টানে সভাপিত করেন, সাংস্কৃতিক ঐক্য কুষ্টিয়া’র সভাপতি ও জাতীর চলচ্চিত্র পুরুস্কার প্রাপ্ত,নাট্যকার, অভিনেতা, গীতিকার ও সুরকার, মঞ্চ ,টেলিভিশন ও চলচ্চিত্রকার আমিরুল ইসলাম, স্বাগত ব্যক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এস এম শফিউল আযম শফিক, সহ সভাপিত মোস্তাফিজুর রহমান সুমন, সহ সভাপিত গবেষক এস এস রুশদী, প্রশিক্ষণ ও গবেষনা সম্পাদক তসলিমা শিল্পী, সাংগঠনিক সম্পাদক তৌফিক ডলার,যুগ্ন প্রশিক্ষন ও গবেষনা সম্পাদক নাট্য কর্মি হাসান শেলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জাহিদ হাসান, মহিলা বিষয়ক সম্পাদক সাদিয়া ফারজানা মহুয়া,নির্বাহী সদস্য মুক্তি ঘোষ,নির্বাহী সদস্য শ্যামলী ইসলাম, শামিমা খাতুন প্রমুখ। অনুষ্টানটি সঞ্চালনা করেন সম্পাদক এস এম শফিউল আযম শফিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান মতি, চিত্র শিল্পী নাট্যকার সংগঠন শিক্ষক জাফর আহমদ, আবৃতিকার ও সংগঠক আসলাম হোসেন, নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মনোজ মজুমদার নাট্য ব্যক্তিত্ব ও সংগঠক মোঃ মোখলেছুর আলম বাবু,নাট্যকার নাট্য প্রশিক্ষক ও কবি আসলাম আলী প্রমুখ। অভিনয়, সংগীত, আবৃত্তি, নৃত্য, বাদক, পরিচালক, প্রয়োজক, কলাকুশলী, রুপসজ্জা, বিনোদন সাংবাদিকসহ সব মাধ্যমের ব্যক্তিদের মধ্যে আন্ত-সম্পর্ক উন্নয়ন ও সমন্বয় সাধন করার উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে গড়ে উঠা সাংস্কৃতিক ঐক্য কুষ্টিয়ার অভিষেক অনুষ্ঠানে উপদেষ্টা, কার্যনির্বাহী সদস্য তাদের মতামত ব্যক্ত করতে যেয়ে বলেন, কুষ্টিয়ার সকল সাংস্কৃতিক সংগঠনগুলোর এক কাতারে নিয়ে আগামীতে বৃহত পরিসরে একটি ফেষ্টিবেলের মাধ্যমে আমাদের হারানো সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে হবে। তবেই সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গন প্রসারিত হবে।
Leave a Reply