এনএনবি : চলতি নভেম্বরের প্রথম ২৩ দিনে ১ দশমিক ৭২ বিলিয়ন ডলার রেমিটেন্স আসার তথ্য দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশে। ব্যাংকটিতে ২৩ দিনে রেমিটেন্স এসেছে ২৬৫ মিলিয়ন ডলার। এরপর জনতায় ২০০ মিলিয়ন ডলার, অগ্রণীতে ১৯২ মিলিয়ন, ব্র্যাকে ১৪৪ মিলিয়ন ও রূপালী ব্যাংকে ১৪১ মিলিয়ন ডলার এসেছে।
এর আগে পুরো অক্টোবরে রেমিটেন্স এসেছিল ২ দশমিক ৩৯ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২১ দশমিক ৩১ শতাংশ বেশি। অগাস্ট-অক্টোবরের প্রতি মাসে ২ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।
হালনাগাদ প্রতিবেদন বলছে, চলতি বছর চার মাসে অর্থাৎ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রেমিটেন্স এসেছে ৮ দশমিক ৯৩ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে রেমিটেন্সের প্রবাহ ছিল ৬ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। অর্থাৎ প্রথম চার মাসে রেমিটেন্স বেড়েছে ২৯ দশমিক ৯৮ শতাংশ।
গত ২০২৩-২৪ অর্থবছরে মোট রেমিটেন্স আসে ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার, যা আগের বছরের চেয়ে ১০ দশমিক ৬৪ শতাংশ বেশি।
চলতি বছর মে মাসে ডলারের বিনিময় হার নির্ধারণে ‘ক্রলিং পেগ’ পদ্ধতি চালু করে কেন্দ্রীয় ব্যাংক। তাতে ডলারের দর এক লাফে ১১০ থেকে ১১৭ টাকায় উঠে যায়। এতে ব্যাংকিং চ্যানেলে বাড়তে থাকে রেমিটেন্স।
রেমিটেন্স বাড়ার কারণ হিসেবে সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম তিনটি কারণ তুলে ধরেছেন।
তিনি বলেন, “ব্যাংকে রেমিটেন্সের দর বাড়ছে, সেটা খোলাবাজারের দরের সমান হয়েছে। তাই দর ভালো হওয়ায় ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্সে আসার প্রবাহ বাড়ছে।
“দেশের ওপর প্রবাসীদের আস্থা বাড়ছে। তারা মনে করছেন, দেশে রেমিটেন্স পাঠালে সেটার যথাযথ ব্যবহার হবে। সেটাও অন্যতম একটা বড় কারণ হিসেবে আমরা লক্ষ্য করছি।”
সিটিজেনস ব্যাংকের এই ব্যাস্থাপনা পরিচালক মনে করেন, হুন্ডি ব্যবসায়ীদের দৌরাত্ম্য আগের চেয়ে কমেছে। তাতে হুন্ডিতে রেমিটেন্স আসাও কমেছে।
“হুন্ডি ব্যবসা কমে যাওয়ায় ডলার মার্কেট আগের চেয়ে স্থিতিশীল হয়েছে।”
Leave a Reply