আলমডাঙ্গা ব্যুারো ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে সাইফুল ইসলাম (৫০) নামে এক চালক নিহত হয়েছেন। গতকাল সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ময়নাতদন্ত ছাড়ায় নিহত সাইফুল ইসলামের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।এর আগে সোমবার সকাল অনুমানিক ৯টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার লাল ব্রিজের অদূরে ট্রাকের পাশ কাটানোর সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের আঠারোখাদা গ্রামের মৃত. আইজাল হকের ছেলে।
পুলিশ জানায়, সোমবার সকাল ৯টার দিকে আলমসাধু নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্য আসছিলেন সাইফুল ইসলাম। এ সময় আলমডাঙ্গার লাল ব্রিজের অদূরে পৌছালে সামনে থেকে আসা একটি ট্রাকের পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধু থেকে ছিটকে পাকা রাস্তার উপর পড়ে যান তিনি। স্থানীয়রা দ্রুত আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাইফুল ইসলামের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজিব বলেন, ট্রাকের পাশ কাটানোর সময় যে কোন ভাবে আলমসাধু থেকে ছিটকে পড়ে যান চালক সাইফুল ইসলাম। স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। অভিযোগ না থাকায় আবেদনের পেক্ষিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
Leave a Reply