1. nannunews7@gmail.com : admin :
February 5, 2025, 5:02 pm

ভেড়ামারায় বহুধা বিভক্ত বিএনপির রাজনীতিকে ঐক্যবদ্ধ করতে তৌহিদুল ইসলাম আলমের বিকল্প নাই

  • প্রকাশিত সময় Sunday, November 24, 2024
  • 24 বার পড়া হয়েছে

ওলি ইসলাম, ভেড়ামারা থেকে ॥ কুষ্টিয়া ভেড়ামারায় বহুধা বিভক্ত বিএনপি’র রাজনীতির ঐক্য এবং সংহতির প্রতীক কে হতে পারেন ? কিংবা কার পক্ষে সম্ভব ভেড়ামারা বিএনপি’র রাজনীতিতে আস্থা আনয়ন করা? অর্থাৎ কে হতে পারেন ভেড়ামারা বিএনপি’র ঐক্যের প্রতীক?
এখানে ঘুরিয়ে ফিরিয়ে যেমনটিই বলা হোক না কেনো একটি কথা কিন্তু বারবার আসছে সেটা হচ্ছে ভেড়ামারায় বিএনপি রাজনীতি বহুধা বিভক্ত অবস্থার পরিবর্তন কি হবে না। বিগত সরকারের আমল থেকেই এই অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। এই উপজেলায় কয়েকটি গ্রুপ দৃশ্যমান রয়েছে বিএনপির। অল্প কিছু দিনের মধ্যেই আগামীতে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে। নির্বাচন যখন আসবে তখন প্রতিদ্বন্দ্বী হিসেবে অন্য দল বা অন্য প্রার্থীরা কোন অংশেই ছেড়ে কথা বলবেন না। এমতাবস্থায় বিএনপি’র শুভাকাঙ্ক্ষীরা বা দলের প্রান্তিক নেতাকর্মীরা খুবই উদ্বিগ্ন। এক গ্রুপের নেতৃবৃন্দ আরেক গ্রুপের নেতৃবৃন্দের বিরুদ্ধে কুৎসা রটনা করেই চলেছেন। বিভিন্ন সময়ে নিজেদের মধ্যে মৃদু সংঘর্ষের মতো ঘটনা ঘটছে। এমতাবস্থয় দলের মধ্যে শান্তি ও শৃঙ্খলা আনায়ন খুবই জরুরী হয়ে পড়েছে বলে মনে করছেন রাজনীতি সচেতন ব্যক্তিবর্গ। কিন্তু প্রশ্ন হচ্ছে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবেন কে? দলের পক্ষ থেকে কাকে ক্ষমতা অর্পণ করলে স্থানীয় রাজনীতিতে এই দৈন্য দশা দূর হবে? এলাকাবাসী এবং বিএনপি রাজনীতির সংশ্লিষ্ট লোকজন ও দায়িত্বশীল ব্যক্তিবর্গের সাথে কথা বলে এ ব্যাপারে একটি উপসংহারে আসা গেছে। যে যত কথাই বলুক না কেন ভেড়ামারার বিএনপি নেতাকর্মীর সিংহভাগ সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম এবং এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলমের নেতৃত্বের অধীনে আস্থাশীল। মিছিলে মিটিংয়ে সেমিনারে তাদেরই জনসমর্থন বেশি দেখা যায়। অন্য গ্রুপগুলো সক্রিয় থাকলেও তাদের অবস্থান সংহত নয়।
ভেড়ামারার বিএনপি রাজনীতির প্রেক্ষাপট বিবেচনা করলে দেখা যায় যে, ইতিপূর্বে তিন-তিনবার জাতীয় সংসদ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম। পর্যবেক্ষণে জানা যায়, ২০০৬ সালের আগে ভেড়ামারা বিএনপিতে তেমন কোন দল বা বিরোধ চোখে পড়েনি। সবাই অধ্যাপক শহিদুল ইসলাম এর নেতৃত্বকেই মেনে নিয়েছিলেন। কিন্তু বিগত সরকারের আমলে তৎকালীন সরকারি দলের এজেন্টদের সুবিধার জন্য তারা বিএনপির রাজনীতিকে ধ্বংস করার উদ্দেশ্যে বিএনপির ভিতরে বিভক্তি সৃষ্টি করে। স্বার্থান্বেষী নেতৃবৃন্দকে দিয়ে বিএনপির ভিতর গ্রুপিং সৃষ্টি করা হয়। ৫ ই আগস্টে স্বৈরাচারের পতনের পর এই বিভক্তি মাঠ পর্যায়ে আরো জোরদার অবস্থায় পরিলক্ষিত হয়। এমতাবস্থায় এলাকাবাসীর সাথে আলাপ করে জানা গেছে যে সাবেক এমপি অধ্যাপক শহিদুল ইসলামের ভ্রাতা এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলমকে প্রয়োজনীয় ক্ষমতা ও দায?িত্ব অর্পণ করা হলে ভেড়ামারা বিএনপি রাজনীতিতে আর কোন বিভেদ থাকবে না । ইতিমধ্যে দলের শীর্ষ নেতৃবৃন্দ একথা অনুধাবন করেছেন। আর করেছেন বলেই সম্প্রতি ঘোষিত কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটিতে যুগ্ম-আহ্বায়ক পদে স্থান দেয়া হয়েছে তৌহিদুল ইসলাম আলম কে। এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম একজন সুশিক্ষিত ও স্বজ্জন ব্যক্তি। বিএনপি রাজনীতির এ প্রান্ত থেকে ও প্রান্ত সব জায়গায় তার নিজস্ব একটা অবস্থান ও ভাবমূর্তি রয়েছে। এমতাবস্থায় ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমানে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলামকে সামনের সারিতে এনে তাকে প্রয়োজনীয় দায়ীত্বশীল পদে অধিষ্ঠিত করে বিভক্তি মীমাংসার দায?িত্ব দেয়া হলে বিএনপি রাজনীতির আর কোন দল থাকবে না বলে মনে করছেন বিএনপির সিংহভাগ নেতাকর্মীরা। এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম একজন জনপ্রিয় বিশিষ্ট রাজনীতিবিদ । সমাজসেবক হিসেবেও তার একটি গ্রহণযোগ্যতা রয়েছে। এ্যাডভোকেট মোঃ তৌহিদুল ইসলাম আলম ভেড়ামারার একটি সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সন্তান। দলের ভিতরে শাসন ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবার মতো কারিশমা যদি কারোর থেকে থাকে ভেড়ামারা বিএনপির রাজনীতিতে তাহলে সর্বাগ্রে এই নেতারই নামই আসবে।
১৯৭৯ সালে ছাত্রাবাস্থায় তিনি রাজনীতির সাথে যুক্ত হন। তখন থেকে অদ্যাবধি তিনি গণমানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের সাথে সম্পৃক্ত ছিলেন এবং স্থানীয় বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃত্ব হিসেবে ইতিবাচক ভুমিকা রেখে চলেছেন। নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থেকে তিনি কাজ করে যাচ্ছেন। গরিব-দুঃখী অসহায় মানুষের তিনি একজন প্রকৃত বন্ধু হিসাবে এলাকার গণমানুষের মাঝে আস্থার প্রতীক হিসাবে স্বীকৃত রয়েছেন। বিভিন্ন নির্বাচনে তিনি গণমানুষের আস্থার প্রতীক হিসাবে তাদের প্রদত্ত ভোটে নির্বাচিত হয়ে গণমানুষের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৮১ সালে ভেড়ামারা কলেজ ছাত্র সংসদের নির্বাচনে তিনি সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হন। বিএনপি যখন বিরোধী দলের ভূমিকায় তখন তিনি রাজপথে আপোসহীন ভূমিকা রেখেছেন। স্বৈরাচারের শত খড?গ তাকে বিদ্ধ করলেও তিনি জানবাজি ভূমিকা রেখে দলীয় কর্মীদের জন্য ঢাল হিসাবে নিজেকে সমর্পণ করেছেন। দলের নেতাকর্মীদের মধ্যে তার প্রতি অনেক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন রয়েছে। ভেড়ামারার ভূ-রাজনৈতিক পরিবেশে তার মত একজন ত্যাগী নেতা পাওয়া দুষ্কর। ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি কুষ্টিয়া জেলা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসাবে সুনামের সাথে দায?িত্ব পালন করেছেন। তার সুদীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে ২০০৪ সাল থেকে ২০১১ খ্রিস্টাব্দ পর্যন্ত ভেড়ামারা পৌরসভা নির্বাচিত মেয়র হিসাবে সফলতার সাথে দায?িত্ব পালন করেছেন। গণ মানুষের ভক্তি ও ভালোবাসার কেন্দ্রস্থল হিসাবে ২০১৪ সালে ভেড়ামারা উপজেলা পরিষদের নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ২০১৯ সাল পর্যন্ত যোগ্যতার সাথে চেয়ারম্যান পদে দায?িত্ব পালন করেন।
জাতীয়তাবাদী দল বিএনপি তাদের কুষ্টিয়া জেলা আহবায়ক কমিটি ঘোষণা করেছেন। দলের শীর্ষ নেতৃবৃন্দ মাঠের অবস্থা চুলচেরা বিচার বিশ্লেষণ করে তাকে যুগ্ম-আহবায়ক হিসেবে নির্বাচিত করেছেন।। তার যুগ্ম আহবায়ক হিসাবে দায?িত্বপ্রাপ্তি ভেড়ামারা বিএনপিতে অনেকটা শান্তি ফিরিয়ে এনেছে। আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে তাতেও এ্যাডভোকেট শহিদুল ইসলাম কে ঘিরে ব্যাপক আলাপ আলোচনা লক্ষ্য করা যাচ্ছে। ভেড়ামারা উপজেলার বিএনপির রাজনীতির নাড়ী- নক্ষত্র খুব ভালোভাবে চেনেন যে নেতা তিনি হলেন এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম। বিএনপি আদর্শের সাথে সম্পৃক্ত নেতাকর্মী গন তাকেই তাদের স্বার্থক অভিভাবক হিসেবে মনে করেন। দলের ভেতরকার অন্তর্কোন্দল কোন দল দূর করবার জন্য এই নেতা কে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে বলে মতামত জানান তারা।
আর বিএনপি অধিকাংশ নেতাকর্মীরা এ্যাডডভোকেট তৌহিদুল ইসলাম আলম তাদের মধ্যমণি হিসাবে মাথায় রেখে আগামী দিনের রাজনীতি পথ পাড়ি দেবার ব্যাপারে সংকল্পবদ্ধ। এক কথায় ভেড়ামারা বিএনপি রাজনীতিতে এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলমের কোন বিকল্প নেই। তাছাড়া এলাকার গণমানুষকে শান্তিতে রাখার ক্ষেত্রে তার ঝুলিতে থাকা পূর্ব অভিজ্ঞতা, স্বচ্ছতা এবং তার জনবান্ধব কর্মকান্ড ও মানসিকতা খুবই ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করেন দলের তৃনমুল পর্যায়ের নেতাকর্মী ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640