আলমডাঙ্গা ব্যুারো ॥ চুয়াডাঙ্গা জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। শনিবার রাত ৯টার দিকে এ কমিটি ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কর্মকর্তা আব্দুল খালেক জানান, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে ৮০৮ জন কাউন্সিলর ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করেন। তপশিল ঘোষণার পর সভাপতি পদে জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু বিনা প্রতিদ্বন্দ্বীটায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ, সাংগঠনিক সম্পাদক পদে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মীর্জা ফরিদুল ইসলাম শিপলু কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয়েছে। জানা গেছে, দীর্ঘ ১৪ বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ৮০৮ জন কাউন্সিলার ও ১৩ হাজার ডেলিগেট উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা জেলা বিএনপির তপশিল ঘোষণার পর একমাত্র সভাপতি পদে মনোনয়নপত্র নেন জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু।আর কোন প্রতিদ্বন্দি না থাকার ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বীটায় সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিলিমা বিশ্বাস মিলি প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সফিকুল ইসলাম পিটু, দামুড়হুদা উপজেলা বিএনপির নেতা মোহা. খালিদ মাহমুদ, জেলা যুবদলের অর্থ সম্পাদক মো. মোমিনুর রহমান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মীর্জা ফরিদুল ইসলাম শিপলু প্রতিদ্বন্দ্বিতা করেন।
Leave a Reply