1. nannunews7@gmail.com : admin :
February 5, 2025, 5:09 pm

মেডিকেল কলেজ হাসপাতাল চালুর প্রশাসনিক অনুমতি পাওয়ায় কুষ্টিয়া জেলা জামাতের শুকরিয়া সমাবেশ

  • প্রকাশিত সময় Saturday, November 23, 2024
  • 42 বার পড়া হয়েছে

 

ওলি ইসলাম ॥ বৃহত্তর কুষ্টিয়া জেলার গণমানুষের দীর্ঘদিনের প্রানের দাবী কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালুর প্রশাসনিক অনুমতি প্রদান করায় মাননীয় প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবাইকে কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানোর জন্য গতকাল শনিবার বিকাল ৩ ঘটিকার সময় কুষ্টিয়া শহরের চৌড়হাঁস মোড়ে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য পেশ করেন জামাতের কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন অনুষ্ঠানের সভাপতি করেন জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল গফুর, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য জনাব অধ্যাপক ফরহাদ হোসাইন জেলা সেক্রেটারি জনাব অধ্যাপক সুজাউদ্দিন জোয়াদ্দার জেলা সহকারী সেক্রেটারি জনাব সোহরাব উদ্দিন, কুমারখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আফজাল হোসেন ও কুষ্টিয়া শহর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জনাব হাফেজ সেলিম রেজা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি জনাব অধ্যাপক মাজহারুল হক মমিন জনাব মাহবুব মাজহার এবং সকল উপজেলা আমিরগণ। প্রধান অতিথি অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন তার বক্তৃতায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এই এলাকার মানুষের জন্য চালু করার অনুমতি প্রদান করায় বর্তমান সরকারকে সাধুবাদ জানান এবং এই জাতীয় সকল জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার জন্য তিনি সরকারের প্রতি আবেদন জানান। সভাপতির বক্তব্যে জেলা জামাতের আমির জনাব অধ্যাপক আবুল হাশেম কুষ্টিয়া মেডিকেল কলেজ চালুর অনুমতি প্রদান করায় মাননীয় প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবাইকে কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি তার বক্তব্যে বলেন মেডিকেল কলেজ চালুর এই অনুমতি পত্র নিয়ে কোন এক বিশেষ শ্রেণী রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে এর সকল কৃতিত্ব নিজেদের বলে দাবি করায় তিনি এর তীব্র নিন্দা জানান পাশাপাশি তিনি এও বলেন যে, মেডিকেল কলেজ চালু করার ব্যাপারে জামাতের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ যথেষ্ট চেষ্টা তদবির করেছেন বলেই আমরা এ অনুমতি পত্রটি পেয়েছি।আমরা মনে করি কোন কাজে যার যতটুকু অবদান আছে তার স্বীকৃতি দেওয়াই বুদ্ধিমানের কাজ। তাই এই কাজের সাথে সংশ্লিষ্ট সবাইকেই আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তিনি তার বক্তব্যে আরও বলেন অনুমতি পত্র পাওয়াই হাসপাতালের সেবা কার্যক্রম শুরু করার জন্য যথেষ্ট নয়। হাসপাতাল পরিচালকের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন অনতিবিলম্বে প্রয়োজনীয় সকল কার্যক্রম সম্পাদন করে গণমানুষের স্বাস্থ্যসেবার পথকে উন্মুক্ত করে দিতে হবে তবেই আমাদের আসল লক্ষ্য পূরণ হবে। তিনি তার বক্তব্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার নিম্নমান নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন সেখানে এখনো ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসররা বিভিন্ন পদ পদবী নিয়ে বসে থাকায় জনগণ ভাল স্বাস্থ্য সেবা পাচ্ছে না। তাই যত দ্রুত সম্ভব তাদেরকে অপসারণ করে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পক্ষের কর্মকর্তা-কর্মচারীদের কে ওই সকল জায়গায় পদায়ন করতে পারলেই এলাকার মানুষ ভালো স্বাস্থ্য সেবা পাবে। তিনি তার বক্তব্যে কুষ্টিয়ার উন্নয়নে কুষ্টিয়াতে একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর প্রতিষ্ঠা কুষ্টিয়া চিনিকল পুনরায় চালু এবং কুষ্টিয়ার মানুষের যাতায়াতের সুব্যবস্থার জন্য কুষ্টিয়া টু ঢাকার মধ্যে চলমান ট্রেনগুলো অব্যাহত রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640