1. nannunews7@gmail.com : admin :
April 24, 2025, 11:17 am
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান টেকসই প্রত্যাবাসন: ড. ইউনূস শ্রমিক অসন্তোষ দুরীকরণে সরকারী নির্দেশনা না মানায় ব্যাট শ্রমিকদের কর্ম বিরতি-মানববন্ধন কুষ্টিয়া যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পে ক্রয় বিধি লঙ্ঘনসহ প্রকল্প তহবিলের অর্থ আত্মসাত চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন, হুমকির মুখে বেড়িবাঁধ মিরপুরে মাংস প্রক্রিয়াজাতকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরপুরে বিভিন্ন উন্নয়নমুলক কাজ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার দৌলতপুরে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দিচ্ছে ওপেক ফান্ড ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল স্বরাষ্ট্র উপদেষ্টা মিয়ানমার সীমান্তের ভিডিও সত্য নয়, আবার সবটা মিথ্যাও নয়

৪৬ বছরেও ‘কাঠগড়ায়’ ইসলামী বিশ^বিদ্যালয়

  • প্রকাশিত সময় Friday, November 22, 2024
  • 33 বার পড়া হয়েছে

ইবি প্রতিনিধি ॥ প্রতিষ্ঠার ৪৫ বছর পেরিয়ে ৪৬-এ পদার্পণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ১৯৭৯ সালের ২২ নভেম্বর যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। দক্ষ গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্য নিয়ে দীর্ঘ পথচলায় প্রাপ্তির খাতায় যেমন যুক্ত হয়েছে নানা অর্জন, তেমনি ছোট নয় অপ্রাপ্তির পাতাও। তাই ৪৬ বছরে এসেও দুর্নীতি, অনিয়ম ও নানাবিধ সংকটের কাঠগড়া থেকে বের হতে পারেনি বিশ্ববিদ্যালয়টি।
১৯৭৯ সালে কুষ্টিয়া ও ঝিনাইদহ শহর থেকে যথাক্রমে ২৪ ও ২২ কিলোমিটার দূরে শান্তিডাঙ্গা-দুলালপুর এলাকায় ১৭৫ একর জায়গাজুড়ে স্থাপিত হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। দুই অনুষদের অধীনে চারটি বিভাগে ৩০০জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয় বিদ্যায়তনটির। বর্তমানে আটটি অনুষদের অধীন ৩৬ বিভাগে ১৭ হাজারের অধিক শিক্ষার্থী অধ্যয়ন করছেন।
প্রতিষ্ঠার ৪৫ বছর পেরোলেও সংকট পিছু ছাড়েনি। অনুষদ, বিভাগ ও শিক্ষক-শিক্ষার্থী সংখ্যা বাড়লেও কাক্সিক্ষত মানের শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে পারেনি বিশ্ববিদ্যালয়টি। নিশ্চিত হয়নি শিক্ষক-শিক্ষার্থীদের সিকিভাগ আবাসন ব্যবস্থাও। যার ফলে প্রতিবছর মোট বাজেটের একটি বড় অংশ ব্যয় করতে হয় পরিবহন খাতে। চার দশকেও বিশ্ববিদ্যালয়ের আইনে যুক্ত হয়নি ছাত্র সংসদ। শিক্ষার্থীরা দাবি করে এলেও এ বিষয়ে ইতিবাচক কোনো পদক্ষেপও নেয়নি কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত ১৩ জন উপাচার্য গত হয়েছেন। এর মধ্যে একজন উপাচার্য ব্যতিত কোনো উপাচার্যই তাঁর মেয়াদ শেষ করতে পারেননি। অধিকাংশই অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আন্দোলনের মুখে অপসারিত হয়েছেন বা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এ ছাড়া শিক্ষক নিয়োগ বাণিজ্যের কারণে খবরের পাতায় শিরোনাম হয়েছে বিশ্ববিদ্যালয়টি। বিভিন্ন সময়ে নিয়োগ নিয়ে প্রার্থীর সাথে শিক্ষকদের দেনদরবারের অডিও ক্লিপ প্রকাশ হলেও অজ্ঞাত কারণে বিচাররের আওতার বাইরেই থাকছেন অভিযুক্তরা। জড়িতদের বেশিরভাগই সমকালীন প্রশাসনের আস্থাভাজন হওয়ায় তাঁদের বিরুদ্ধে কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় না বলে অভিযোগ রয়েছে। ফলে শিক্ষক ছাড়াও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বাণিজ্যের কালো থাবা থেকে মুক্ত হতে পারছে না এ বিদ্যাপীঠ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার অন্যতম অংশ গবেষণা। সেই গবেষণায়ও উল্লেখযোগ্য কোনো অবদান নেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের। গবেষণায় মন না দিয়ে অভ্যান্তরীন রাজনীতিতে ব্যস্ত সময় পার করেন শিক্ষকরা। সাড়ে চার দশকের অধিক বয়সী বিশ্ববিদ্যালয়টিতে বর্তমান বিভাগ সংখ্যা মাত্র ৩৬টি। নতুন বিভাগ খোলায়ও রয়েছে নানা সংকট। সাম্প্রতিক বছরগুলোতে খোলা বিভাগগুলোর শ্রেণিকক্ষ, ল্যাব ও সেমিনার লাইব্রেরির সংকট কাটেনি। ফলে ক্লাস করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। এছাড়াও জনবল সংকটে সেবা না পাওয়া, পদ্ধতির কারণে ভোগান্তিসহ নানা সমস্যা নিয়ে এগিয়ে চলছে বিশ^বিদ্যালয়টি।

নতুন উপাচার্যে সংস্কার স্বপ্ন দেখছে শিক্ষার্থীরা:
সম্প্রতি গণ-অভ্যুত্থানের পর বিশ^বিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ^বিদ্যালয়টির সাবেক শিক্ষক ও ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। নিয়োগ পেয়ে তিনি বিশ^বিদ্যালয়ের শিক্ষা, সেবা ও অন্য সকল ক্ষেত্রে সংস্কারের ঘোষণা দেন। ফলে নতুন উপাচার্যের মাধ্যমে বিশ^বিদ্যালয়ের ইতিবাচক সংস্কারের স্বপ্ন দেখছেন শিক্ষার্থীরা।

উপাচার্যের ভাবনা:
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয় সাধনের যে লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক পরিকল্পনার অংশ হিসেবে ইসলামী বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল তা পরবর্তীতে বাঁধাগ্রস্ত হয়েছে। আমি বিশ^বিদ্যালয়কে তার প্রতিষ্ঠাকালীন লক্ষ্যের দিকে নিয়ে যেতে কাজ করবো। শিক্ষা ও সেবাসহ সকল ক্ষেত্রে বিশ^বিদ্যালয়কে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নিত করা আমার স্বপ্ন। এ লক্ষ্যে বিশ^বিদ্যালয়ে বিদ্যমান সমস্যাগুলো সকলকে নিয়ে সমাধানে কাজ শুরু করেছি।

বিশ^বিদ্যালয় দিবসের কর্মসূচি:
২২ নভেম্বর বিশ^বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী হলেও ছুটির দিন হওয়ায় ও উপাচার্যের দেশের বাইরে একটি সেমিনারে অংশ নেওয়া কথা থাকায় আগামী ২৫ নভেম্বর বিশ^দ্যিালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে। এদিন র‌্যালি, কেক কাটা, দোয়া অনুষ্ঠান ও বিভাগগুলোর কার্যক্রম প্রদর্শনসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে বিশ^বিদ্যালয় প্রশাসন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640