ক্রীড়া প্রতিবেদক ॥
পদত্যাগ করেছেন ইন্টার মায়ামির কোচ জেরার্ডো টাটা মার্টিনো। গতকাল মঙ্গলবার ক্লাবের একটি সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে।
পদত্যাগের পেছনে ব্যক্তিগত কারণকে উল্লেখ করেছেন আর্জেন্টাইন এই কোচ। তবে প্লে-অফ থেকে মায়ামির ছিটকে যাওয়া মার্টিনোর পদত্যাগের অন্যতম কারণ হতে পারে বলে ধারণা করছেন কেউ কেউ ।কেননা ব্যক্তিগত কারণ দেখালেও সুনির্দিষ্ট করে কোনো কিছু উল্লেখ করেননি বার্সেলোনা ও আর্জেন্টিনার সাবেক এই কোচ।
এমএলএসের নিয়মিত মৌসুম শেষ করে সেরা তিনটি দলটি নিয়ে প্লে-অফ খেলে মায়ামি। সেখানে হতাশায় ডুবেন মার্টিনো। প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যায় তার শিষ্যরা।তার অধীনে সদ্য সমাপ্ত মৌসুমে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস) দাপট দেখিয়েছে মায়ামি। এমএলএসের ইতিহাসের সর্বোচ্চ ৭৪ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছে তারা। জিতেছে সাপোর্টার্স শিল্ড সম্মান। এরপর আগামী বছরের ফিফা ক্লাব বিশ্বকাপেও জায়গা করে নেয় মায়ামি।
Leave a Reply